স্বয়ংক্রিয়ভাবে ইনঅ্যাকটিভ আইকন হিডেন হওয়া বন্ধ করা
উইন্ডোজের টাস্কবারের সিস্টেম ট্রে-তে (ঘড়ির পাশে) বেশ কিছু প্রোগ্রামের আইকন দেখা যায়। বিশৃঙ্খলা এড়ানোর জন্য উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ পরপর নিষ্ক্রিয় প্রোগ্রামগুলোর আইকন হিডেন করে রাখে। ফলে আরও অন্যান্য সক্রিয় প্রোগ্রামের আইকন প্রদর্শন করার জন্য যথেষ্ট জায়গার ব্যবস্থা হয়। অন্যদিকে হিডেন আইকনগুলো দেখতে চাইলে টাস্কবারের সিস্টেম ট্রে-তে প্রদর্শিত আইকনগুলোর বামপাশের এ্যারোতে ক্লিক করলে হিডেন আইকনগুলো দেখা যায়। যা হোক, উইন্ডোজ যদি বারবার আপনার কোন প্রয়োজনীয় প্রোগ্রামের আইকন এভাবে হিডেন করতে থাকে, তাহলে আপনি উইন্ডোজের এ ফিচারটি বন্ধ করে রাখতে পারেন। এজন্য টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Taskbar ট্যাবে ক্লিক করুন। Notification area এর নিচে Hide inactive icons অপশনটি আনচেক করে দিন। এবার OK বাটনে ক্লিক করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।