আমাদের কথা খুঁজে নিন

   

বধু কোন আলু লাগল চোখে....

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারও ছিলেন। তিনি প্রত্যেক দিন সকালে তার বাড়ীর ব্যালকনিতে বসে থাকতেন, প্রজাগ‍ণের আসা যাওয়া দেখতেন। এভাবে তিনি খেয়াল করলেন যে প্রজাগণ বাজার করে অতি তৃপ্তি সহকারে। তারা যখন বাজার নিয়ে বাড়ী ‍ফেরে মুখে থাকে বাজার জয়ের হাসি আর ব্যাগ থাকে বাজারের সদাই।

জমিদার বাবু কখনো ‍সকালে বাজারে গিয়ে তরিতরকারি মাছ ইত্যাদী কেনাকাটা করেন নি। তার বড় সাধ জাগল বাজারে যাবার, তাই ‍তিনি এক চাকরকে নিয়ে এক সকালে বাজারে গেলেন। এটা কিনছেন ওটা কিনছেন। পছন্দের অপছন্দের সবই কিনছেন। আর কিনলেন গাছ আলু।

আলু তার বরাবরই প্রিয়। এর আগে না দেখা এই নতুন ধরনের আলু কিনে তিনি সস্তুষ্ট, আলু কিনেছেন তিন প্রকার। বাজার করে অপরিমেয় আনন্দ আর নতুন জমিদারী ক্রয় করার চেয়েও বেশি প্রশান্তি নিয়ে তিনি জমিদার বাড়ীতে ফিরলেন। চাকরকে দিয়ে বাজারের ব্যাগ পাঠিয়ে দিলেন হেসেলে। তার পর হাত মুখ ধুয়ে ভালকরে F5 চেপে থু‍রি রিফ্রেশ হয়ে রওনা দিলেন ‍হেঁসেলে।

হেঁসেলটি ছিল দোতলায়। সিড়ি দিয়ে প্রসন্ন মুখে উঠার সময় তিনি স্ত্রীর তজর্ন গজর্ন শুনতে পেলেন। তিনি চিন্তা ভাবনা করার সময় পেলেন না। দেখলেন আ‍লুর মত কি ‍যেন ছিটকে বেরুলো। আর একটা এসে লাগল তার চোখে।

‍এক হাতে চোখ চেপে ধরে ‍ভাল করে দেখার চেষ্টা করলেন ‍কি ছিল ওগুলো। কিন্তু ততক্ষনে চোখের আঢ়ালে চলে গিয়েছে। তিনি বোঝ‍তে পারলেন না গিন্নি কোন আলুর উপড় ক্ষেপেছেন। তাই গাইতো গাইতে ঢুকলেন বধু কোন আলু লাগল চোখে এএএএএ এ বধু কোন আলু লাগল চোখে। কর্তাকে ‍দেখে গিন্নি আরও ক্ষেপে গেলেন।

আচ্ছামত ভজন খাবার মাঝ দিয়ে জানা গের ব্যাপারটা। সব নষ্টের মূল ওই গাছ আলু। ওই আলু জমিদার বাড়ীর হেঁসেলে ঢুকে কিভাবে। ওটা সর্ব সাধারনের খাবার। গাছ আলু নামের ওই জংলি অখাদ্য কুখাদ্য কি জমিদার বাড়ীর যোগ্য! তাই ওগুলো দরজা দিয়ে ছুড়ে দিয়েছেন।

যাক বাচা গেল কারনটা তেমন ভয়ংকর না। কিন্তু গানটাকে যে ভাল লেগে গেল কবি'র। তাই আলু কে 'আলো' বানিয়ে পুরো একটা গান বানিয়ে ‍‍ফেললেন। এট তার জন্য খুব সাধারন ব্যাপার।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।