আমাদের কথা খুঁজে নিন

   

অশ্রুভেজা তুলির আঁকড়

আমার বহুমাত্রিকতা।জ্যক অফ অল ট্রেড ..।

সেই চিত্রকল্পে এসো ক্যানভাসে আঁটা বন্দিনীরূপে- উদাত্ত অশ্রুগুলোর বেয়ে পড়া থমকে দিতাম, এক দু ফোঁটা টপকে পড়লে তুলির টানে প্রলেপ দিতাম ঘুচে যাওয়া দুঃখগুলিকে। ফ্যাকাশে রঙগুলো জেগে উঠত না, কি বিস্ময়ে সূর্য প্রাখর্যে শুকিয়ে যেত বর্ণহীনতা- এক চুমুক কষ্ট ছাপিয়ে ! দ্বন্দ্বের সংকটরা ধুয়ে যেত এক ঝাপটা তুলিভেজা পানির ছিটায়। কখনও নিথর ক্যানভাস স্ট্যান্ডে দাড়িয়ে থাকতো জীবন, শক্ত কামড় দিয়ে ধরে রাখা বৈচিত্রহীনতা- আটকে দিত প্রবাহিত সাদা কার্বন-পেপার। চুইয়ে পড়া রঙের সারি এঁকে বেঁকে শুদ্ধ করত শত জনমের পাপবোধ। বেদনার কাজল গড়ানো দেখে - কতবার ভ্যানগগ হতে চাওয়া আর পিকাসোর হাতে অঙ্গুলি সন্ঞারণ; লেপটে পড়া মোনালিসাতে তোমায় খুঁজতে নিঃশেষ করা কৌটোর পর কৌটো রঙের আস্তরন। শুধু একবার আঁচড় পরবে বলে- গ্যালারীর এফোঁড় ওফোঁড় চষে প্রদর্শিত ছবি হতে খুটে খুটে আনা একমুঠো রঙের গুঁড়ো ছিটকে ফেলে রাখি নতুন রঙের খোঁজে। খোলা আকাশে তবে হোক না আজ, ময়লা ফুটপাতের ধুলো মেখে-- তোমার ছবি হয়ে উঠা! হোক না তবু তোমার রক্তে পিচের রাস্তার ক্যানভাসে-- বুলেটবিদ্ধ ভালবাসা ..।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।