আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির দিন, রঙ্গিন রঙ্গিন

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

আমি সাইন আপ করেছি আজ চার মাস দুই সপ্তাহ। এই সুদীর্ঘ সময় পর সম্ম্ভবতঃ আজই প্রথম পাতায় একসেস পেলাম। এ যেন জেল থেকে মুক্তির স্বাদ। এই দীর্ঘ সময় আমাকে আটকে রাখা হল কেন তা জানি না।

এত দিন যখনই কোন পোস্ট পড়েছি মন্তব্য পড়তে পড়তে যখন শেষে এসে দেখতাম 'দুঃখিত, আপনি এখানে মন্তব্য করতে পারবেন না.....' তখন মনটা বিষিয়ে যেত। আর প্রথম পাতায় লেখা না আসার কারনে আমার লেখা পড়ত খুব কম লোকে। প্রথম পাতায় একসেস চেয়ে একটা পোস্ট দিলাম। কতৃপক্ষকে মেইল করার কথা মনে ছিল না। ভেবেছিলাম পোস্টটি পড়ে আমাকে বিবেচনায় আনবেন।

কিন্তুই কিছুই হল না। শেষে রেগে মেগে এখানে ব্লগিং বাদ দিলাম। বিদায় জানিয়ে একটা পোস্ট দিলাম। পরে অন্য একটা ব্লগ সাইটে কয়েকজন ব্লগারের কাছে জনতে পারলাম তারা এখানে চার থেকে সাত দিনের মধ্যে নিরাপদ ঘেষিত হয়েছে অর্থাৎ প্রথম পাতায় একসেস পেয়েছে। আর আমি এখনো অনিরাপদ? মনে হল কোথাও কোন সমস্যা হচ্ছে।

মডারেটররা হয়তো আমাকে ভুলে গেছে। এবার মনে পড়ল মেইলের কথা। দিলাম কতৃপক্ষকে একটা মেইল ঠুকে। তার পর আজ দুরুদুরু বুকে লগ ইন করে দেখি আমি 'সাধারন ব্লগার'। আহা কি আনন্দ! সমস্যাটা কোথায় ছিল কে জানে! আমি বোধ হয় একটা রেকর্ড করে ফেলেছি (নিশ্চিৎ নই), সবচে' দেরী করে প্রথম পাতায় একসেস পাওয়ার।

অনেক দেরী করে একসেস পাওয়া ব্লগাররা একটু আওয়াজ দিন তো, দেখি রেকর্ডটা হয়েছে কি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।