সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
কম্পিউটারে কাজ করার সময় অনেক সময় অগোচরে ভাইরাস হানা দিতে পারে। করতে পারে ভয়াবহ সমস্যা! এমনকি সিস্টেম ক্রাসও করতে পারে! এজন্য দরকার ভালো মানের কিছু এন্টিভাইরাস সফট্ওয়ার! আপনি এজন্য এভাষ্ট/এভিজি/নরটন এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন! তবে আমার মতে নরটন ব্যবহার না করায় ভালো, সিস্টেমকে খুব স্লো করে ফেলে!বাকি ২টা ভালো! এখান থেকে এভিজি-র ফ্রী ভার্সন ডাউনলোড করতে পারবেন সেই সাথে নিয়মিত আপডেট করা যাবে!আর সাথে হাতের পাঁচ হিসাবে আপনি অনলাইনেও পিসিকে চেক করতে পারবেন! এজন্য বিট ডিফেন্ডার অনন্য! আমি মাঝে মাঝে এই স্ক্যানার ব্যবহার করি! ১ম বার শুধু সামান্য ফাইল সেটআপ হবে, এরপর থেকে ওয়েবে সাইটে গিয়ে স্ক্যান অনলাইন দিলেই ভাইরাস ডাটাবেজ আপডেট হয়ে স্ক্যান করবে! দেখতে পারেন আপনারা!!
ছবিঃ কার্টুন-স্টক.কম এর সৌজন্যে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।