স্কুলের বাচ্চারা অহরহ তাদের আইডি কার্ড হারালেও চোখের মণি অহরহ হারায় না। এ কারণেই যুক্তরাষ্ট্রের বেশকিছু স্কুলে চোখের আইরিস স্ক্যান ব্যবহার করা হচ্ছে আইডির বিকল্প হিসেবে। সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বেশকিছু স্কুল ও কলেজে ব্যবহার করা হচ্ছে আইরিস স্ক্যানার নিরাপত্তা পদ্ধতি।
উইনথ্রোপ ইউনিভার্সিটি ইন সাউথ ক্যারোলাইনা আইরিশ স্ক্যানিং পদ্ধতিটি এ বছরের গ্রীষ্মে পরীক্ষা করে।
বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান জেমস হ্যামন্ড বলেন, আইরিশ স্ক্যানারটি উচ্চমাত্রার নিরাপত্তা প্রদান করে।
আর এটি হাতের স্পর্শ ছাড়াই ব্যবহার করা যায়।
স্কুল বাসেও ব্যবহার করা যাবে এটি। বাচ্চারা সঠিক স্কুল বাস নির্ণয় করতে পারবে এ প্রযুক্তির মাধ্যমে। অভিভাবকরা তাদের সন্তান সম্পর্কেও তথ্য জানতে পারবে। নাম ও পাসওয়ার্ড ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি দেবে এটি।
ব্যাংক ও বিমানবন্দরেও ব্যবহার যাবে এই প্রযুক্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।