আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আমি গর্বিত এ আন্দোলনের প্রথম থেকে থাকতে পেরে, আমি গর্বিত ইতিহাসের অংশ হতে পেরে । এমন দিন বাংলাদেশে বারবার আসেনা, এখনও যারা ঘরে বেরিয়ে আসুন। ৫২,৬৯,৭১,৯০ এর পর এমন জাগরণের মুহূর্ত আমরা পাইনি আসুন শাহাবাগ , হয়ত সারাজীবন আক্ষেপ থেকে যাবে আজকের দিনটার নির্লিপ্ততার জন্য . . . . void(1); "জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন একটিভিস্ট ফোরাম" "True History Of Liberation War 1971" সহ অসংখ্য ফোরাম এবং অনলাইন একটিভিস্টরা এখনও রাজপথ দখল করে রেখেছে। প্রতিটি অনলাইন একটিভিস্ট এবং রাজপথ দখলে রাখা কর্মী জনতাকে সংগ্রামী শুভেচ্ছা। শাহবাগে জমায়েত হোন, শাহবাগে একত্র হোন; যারা ঢাকার বাইরে আছেন তারা যে যেখানে আছেন অবস্থান নিন। আজকে সারাদিন বাঙলাদেশ দখলে রাখতে হবে, আগামীকাল আরো ভয়ংকর কর্মসূচির ডাক দিতে হবে। বিপ্লবের স্রোতে এবার রাজাকারদের ভাসিয়ে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে আসবো আমরা। void(1); পিয়াল ভাই, রাসেল ভাই সহ অনেকের সাথে দেখা হল . . . . . . । বাঙ্গালী জেগেছে আবার . . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।