আমাদের কথা খুঁজে নিন

   

আজকের বই: Daniel C. Dennett রচিত Darwins Dangerous Idea.

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

এই মানুষটি উনিশ শতকের শেষার্ধে জগৎ সম্পর্কে মানুষের ধারনা একেবারেই উলোট-পালোট করে দিয়েছিলেন। বিবর্তন বিষয়ে ইনি যা বলেছিলেন -সে বিষয়ে তর্ক আজও শেষ হয়নি। এ গ্রহের লোকে আজও নিজেকে 'মানুষ' বলে ভাবতে ভালোবাসে; 'হোমো সাপিয়ান্স' নয়! ডারউইন কী এমন বলেছিলেন যে লোকে তাঁর ওপর তখন অমন ক্ষেপে গিয়েছিল? তাঁর নাম কেন আজও ভয় মিশ্রিত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়? কী এমন আবিস্কার করেছিলেন তিনি? যা ৩টি আব্রাহামিক ধর্মের নৈতিকতার ভিতটিকে একেবারেই তছনছ করে দিয়েছিল? ডারউইন তাঁর মতামত রেখেছিলেন জীববিদ্যার বিশেষ এক শাখায়।

তাঁর মত যে গৃহিত হয় নি তা কিন্তু নয়; তাঁর মত আজ এভ্যুলুশনারি বায়োলজি এবং এভ্যুলুশনারি সাইকোলজি অবধি এসে ঠেকেছে। আজকাল বলা হচ্ছে যে- কগনিটিভ সাইন্স ওই এভ্যুলুশনারি বায়োলজির ওপর না দাঁড়ালে তাকে ঠিক ব্যাখ্যা করা যাবে না। কগনিটিভ সাইন্স হল-আমরা যে কোনও কিছু দেখে চিনতে পারি-কেন চিনতে পারি, তারই ব্যাখ্যার বিদ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের এম আই টির অধ্যাপক স্টিভেন পিনকার কগনিটিভ সাইন্স আর এভ্যুলুশনারি বায়োলজি নিয়ে অসাধারণ সব কাজ করে যাচ্ছেন। হাউ দ্য মাইন্ড ওয়াকস-তাঁর লেখা একটি অসাধারণ বই।

তিনি, মানে পিনকার, আপাদমস্তক বিবর্তনবাদী । ডারউইন তাঁর একমাত্র গুরু। তবে বিজ্ঞানী মহলে ডারউইনের মতামতকে উপেক্ষা করার লোকের অভাব কখনও ছিল না। প্রখ্যাত জীববিজ্ঞানী Daniel C. Dennett তাঁদেরই একজন। যারা বিবর্তনবাদ মানেন না- তাদের জন্য Dennett- এর Darwins Dangerous Idea বইটি হয়ে উঠতে পারে গভীর এক স্বস্তির উৎস।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।