আমাদের কথা খুঁজে নিন

   

রাত্তিবাস এবং বিবিধ

শঙ্খপাপ আমার

রাত্তিবাস রাত্তি হলেই সবকিছু ঘুমিয়ে পড়ে না, ম্যাপলীয় বৃক্ষোদ্যান পেরিয়ে চৌরাস্তার ব্যস্ত নিয়ন বাতি- কিংবা নক্ষত্রদের গোপন সংলাপ মেঘের জানালায়। অনাদিকাল পরে গদাইলশকরি চালের কুয়াশা ধারায় এই নগরী সিক্ত হয়ে আসলে- ধ্রুব মেঘদল ঘুমের প্রতিবিম্ব হয়ে যায়। সমাপ্তি ঝরে পড়া কুন্তলরাশির মায়া মম তব মর্মে, ঘনিষ্ঠ সংবাদসূত্র মতে, ন্যাড়া মাথার আশংকা থাকলেও সেই কেশগুচ্ছ কুঁড়িয়ে নেয়ার নয়। তদাপি সময়ের স্রোতে যেসব শ্যাওলা ভেসে যায় তাদের ঠাঁই তলানীতে - একদিন প্রস্তরবেশ ধারণ করে। নিগূঢ় সত্য হল- পাথর চকচকে রূপ দিতে পারে, ফুল ফুটাতে পারেনা। নির্বোধ-সবোধ অরিয় প্রাঙ্গনে থোড় থোড় প্রণয়, গহীনে নেমে আসে সহজাত ভঙ্গিমায় অরিন্দম নারী। নীল নীল বোধেরা পাঠিপাতার বনে লুকোচুরি খেলতে গেলেই, একান্তর প্রক্রিয়ায় তৃষিত হয় কেউ কেউ। নপুংসক কেউ কেউ নিজেকে ধ্বংস করার ক্ষমতা রাখে- বোধেরা সব তাই নীল নীল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.