ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
মুক্তি যুদ্ধের গৌরবময় স্মৃতি চিহ্ন পাক সেনাদের সুবিশাল জাহাজ আকরাম (লোরাম) কে অবশেষে ধবংশের হাত থেকে বাঁচানোর সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের এক সভায়,অর্থ মন্ত্রনালয়,স্থানিয় সরকার মন্ত্রনালয়,কোস্ট গার্ড,সেনা,নৌ বাহিনী ,বিআইডাব্লিউটি ও চাদপুর ডিসি ও পৌর চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়
১)শত্রু জাহাজ আকরাম কে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসাবে সংরক্ষন করা হবে।
২)জাহাজটি যারা ভেঙ্গে ফেলার জন্য ক্রয় করে ছিল তাদের সেই মুল্য পরিশোধ করা হবে।
৩)জাহাজটি সংস্কার করার ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ৩ টি উপ কমিটি গঠন হয়।
জাহাজ আকরামঃ
পাক সেনাদের ব্যবহৃত এই জাহাজ টি ৬৬৮ টন ভারি,যা পাক সেনাদের জন্য রসদ পরিবহনে ব্যবহার হত। এটি চাঁদ পুরের ডাকাতিয়া নদীতে থাকা কালে ৭১ সালে আমাদের বীর নৌকমান্ডার রা একে মাইন দিয়ে ডুবিয়ে দেয়।
বহু চেষ্টার পর ৩৮ বছর পর গত ১৩ অক্টোবর জাহাজটি ভাসিয়ে তুলা সম্ভব হয়। আর এর পর থেকেই জাহাজটি বিক্রি করে ভেঙ্গে ফেলার উদ্যোগ নেয়া হলে চাঁদপুর বাসী সহ সারা বাংলাদেশে প্রতিবাদের ঝর উঠে।
সেই অব্যাহত প্রতিবাদ আমাদের সাহো ব্লগেও চলে। আর এই সকল প্রতিবাদের কারনে অবশেষে নারায়নগঞ্জ ডকইয়ার্ডে রাখা এই জাহাজটি রক্ষা পায় সরকারি এই সিদ্ধানে।
ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে যারা স্বস্ব স্থান থেকে প্রতিবাদ করেছেন। আর সরকার কে,দেরিতে হলেও এর গুরুত্ত্ব বুঝার জন্য
(আমরা সব বুঝি। কিন্তু হারিয়ে,এটা দুঃখ।
তাই সাধারন মানুষ প্রতিবাদ না করলে এ দেশে কিছু হয় না)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।