এই জীবনে একদিন ছুঁয়েছিলাম স্বপ্ন চূড়া , শুধু একবার উঠেছি আকাংখার এভারেষ্টে অচেনা সুখ ধরতে পেরেছি অজানা অপার্থিব সুগন্ধে ভরে নিয়েছি সবটুকু ফুসফুস; একদিন হয়েছি পৃথিবীর অধিপতি বসেছি সিংহাসনে আমার হৃদয় জানে , সব দুঃখ হতাশা স্বপ্ন-সুখের কুয়াশায় ভিজে বাতাস হয়েছিল সতেজ প্রফুল্ল । প্রান্তরে দিগন্তে উচ্ছসিত সমুদ্র বহতা নদী , পৃথিবীর বুক ঢেকে রাখা ঘাস লতা গুল্ম বাগানে অরণ্যে ফুটেছি কি সুগন্ধী সুবর্ণ পুষ্প পূর্ণিমা কি ছিল সেদিন ? আকাশে কি ছিল সহাস্য আলোকিত পূর্ণ চন্দ্র , তার প্রেমের রশ্মি কি ছুঁয়েছে দীঘির স্বচ্ছ হৃদয় ? জানিনিতো কিছু । সব রূপ রশ্মি লোবান , সব স্বপ্ন সুখ প্রত্যাশা , সব বচন কবিতা সংগীত পাখির গান মধুপের গুঞ্জন ফুলের সৌরভ সব একাকার হয়েছিল তোমার ওই লাজনম্র । অবগুন্ঠনের আড়ালে কম্পমান ঠোঁট মুখ চোখ সারা দেহে প্রথম আংগুলের ডগায় মসৃন হাতের ত্বক ছুঁয়ে দেখা , ওই ঠোঁটে ভীরু চুম্বন- ওই কম্পমান দেহের সুখ-স্পর্শ; কি অনুভব, কি সে পাওয়া ! বুঝতে চেয়ে চেয়ে জীবন করেছি পার , সেই চূড়া আর আসেনি কোনদিন- বাজেনি বাঁশি সেই প্রিয় সুরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।