আমাদের কথা খুঁজে নিন

   

গুগল সার্চে বাংলাদেশঃ কেউ কি দৃষ্টি দেবেন?

!
অনেকদিন ধরেই ব্যাপারটা লক্ষ্য করছিলাম, ভাবছিলাম কেউনা কেউতো এ ব্যাপারে বলবেই। তবে বছরখানেক পর খেয়াল করলাম এখনো কেউ বললনা। (হয়ত আমি দেখিনি)। গুগল সার্চে bangladesh লিখলে অথবা যেকোনো সার্চে bangladesh থাকলেই পাশের স্পন্সর লিঙ্কে অথবা উপরে News from Bangladesh নামে একটি লিঙ্ক থাকে। এই ওয়েব সাইট থেকে একটু ঘুরে আসলেই বুঋতে পারবেন।

এই সাইটের মূল থিমটা হলঃGovernment failed to protect minorities in Bangladesh. সাইটটির ভিতরে গেলে আরো নানা রকম খবর দেখতে পাবেন। বাংলাদেশের কোথায়, কখন কোন মাইনোরিটিকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কোথায় মানবতার বিরূদ্ধে অপরাধ করা হয়েছে এসবের সচিত্র প্রতিবেদন। ভাবসাব দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় বাংলাদেশে তাই এটি জানা সবার জন্য অতি জরূরী। কথা হচ্ছে, হ্যাঁ এসব অপরাধের জন্য অবশ্যই সরকার এবং আমরা দায়ী। এসবের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে।

কিন্তু তার মাত্রা টা বুঝতে হবে। এদেশে এখনো এসব মহামারীর আকার ধারণ করেনি, আরো একটা ব্যাপার হল একজন বিদেশী যখন গুগলে bangladesh লিখে সার্চ দিবে, তখন এটাই কি সর্বাগ্রে তাকে জানানো প্রয়োজন। এই স্পন্সর লিঙ্কের আসল উদ্দেশ্যটা কি? যদি তাদের আসলটা হয় বাংলাদেশের মানুষকে সচেত করা তাহলে মনে হয় লোকাল মিডিয়ায় সর্বোত্তম পন্থা। আর যদি এরা ভাবে বিশ্বের সবাইকে সচেতন করা দরকার minority issue তে তাহলে তারা শুধু বাংলাদেশকে কেন বেছে নিল? আমি তাদের সম্বন্ধে পড়লাম, কিন্তু ঠিক বুঋলাম না। তাদের লোগো দেখে মনে হল তারা জাতিসংঘের অঙ্গ সংগঠন, কিন্তু তাদের সম্বন্ধে পড়ে যা বুঝলাম এরা নিজেদেরকে একটি এনজিও বলে দাবী করছে যারা কিনা জাতিসংঘের সাথে কনসাল্টটেটিভ কাজ করে।

অন্য কোনো দেশের নামে সার্চ দিয়েতো কোনো এরকম লিঙ্ক পাওয়া যায় না। এমনকি India সার্চ দিয়েও তো এরকম কিছু পাওয়া যায় না। christian minority এবং muslim minority ইন্ডিয়াতে প্রচুর discrimination ও দাঙ্গার স্বীকার হয়, কৈ তাদের জন্য তো এরকম কোনো সংস্থা sponsored লিংক দেয়না। আমার কথা হচ্ছে এদের উদ্দেশ্য সম্বন্ধে সঠিকভাবে জানতে হবে। আর গুগলকে কি এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা যেতে পারে? (এই টপিকসটি কি আদৌ আলোচনার যোগ্য কিনা আমি জানিনা, তবে আমার মনে হয়েছে সবাইকে জানানো দরকার।

ধন্যবাদ। )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.