আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন-কল্প.....................



............স্বপ্ন দেখতে ভয়, কল্পনা করতে শষ্কা। ব্যর্থতা থেকেই ভয়-শষ্কা। তারপরও দেখেছি-করছি, দেখবো-করবো! স্বপ্নদ্রষ্টার অপার করুনা, শক্তি দিয়েছেন স্বপ্ন দেখার, কল্পনা করার। মানব সন্তান ব্যতিত অন্য কোন জীব কি স্বপ্ন দেখতে পারে? কি দরকার ছিল তাঁকে এই শক্তি দেবার? স্বপ্ন-কল্প শক্তিটি না থাকলেই কি হতো না। স্বপ্ন-কল্পবিহীন পথ চলা অন্য সৃষ্টিকুলের মতো।

না, স্বপ্নদ্রষ্টা অপার-অসীম। স্বপ্ন-কল্পবিহীন জগত স্তব্ধ, থমকে থাকতো সেই আদি থেকেই। স্বপ্ন-কল্প বিহীন মানুষ কি আছে? যে কখনো নিজে স্বপ্ন দ্যাখে না, অন্য কে দেখায় না ? মোড়ের অপ্রকৃতিস্থ লোকটি, পাড়ার ভয়নষ্ক সন্ত্রাসীটি, পূর্বপাড়ার জামে মসজিদের ইমাম সাহেব, পতিতালয়েরর শেফালী, ফুটপাতের ঘুমিয়ে থাকা ছোট্ট রহিম বাদশা? কার মধ্যে বাস করে না স্বপ্ন-কল্প ! ডিজুস জেনারেশন, ব্লগ জেনারেশন, টিএসটি'র আড্ডাবাসী এরাতো বেঁচেই আছে স্বপ্ন-কল্প নিয়ে। খালেদা-হাসিনা-এরশাদ, বুশ-ওবামা-ম্যককেইন সকলেই স্বপ্ন দেখেন, কল্পনা করেন। এগিয়ে চলছে অন্যরাও স্বপ্ন-কল্প নিয়ে।

তবে সকলের স্বপ্ন-কল্পের আয়তন-ঘনত্ব-পরিধি-রং ইত্যাদি ইত্যাদি.. কি এক? স্বপ্ন-কল্প কি পরিবর্তনীয় সময়ের পরিক্রমায়? আপেক্ষিক? আমার স্বপ্ন-কল্প গুলো সবসময়ই খুবই ক্ষুদ্র। ক্ষুদ্রের বৃত্তে অবস্থান, স্বপ্নও ক্ষুদ্র। তারপরও বিফল! অনেকক্ষেত্রে সফল, তবে প্রকারন্তে। ছোট বেলার সেই পরিধি অনুযায়ী স্বপ্ন ছিল বাসের কন্ট্রাক্টোর হওয়া। হাতে আঙ্গুলের ভাঁজে ভাঁজে অনেক টাকা! ছোটবেলায় আঙ্গুলের ভাঁজে ভাঁজে গাছের পাতা দিয়ে নকল টাকা বানিয়ে বাসের কন্ট্রাক্টোর কন্ট্রাক্টোর খেলা খেলতাম।

টাকা.... অর্থ..। কোন বিকল্প নেই যার। বিনিময়ে? সম্ভব যে কোন কিছু ! সমস্ত জরাজীর্ণ, ব্যর্থতা সহজেই কাটিয়ে তোলা যায়। কি যায় না ? কোনটা বেশি দামি? ভাললাগা না অর্থ? ভাললাগা বিহীন অর্থ, না অর্থ বিহীন ভাললাগা? আঙ্গুলের ভাঁজের টাকা! দেখতে কতোই না চমৎকার। কিন্তু বিফল, কন্ট্রাক্টোর হতে পারিনি।

তবে সেই স্বপ্ন থেকে বর্তমানে অনেকটা হইতো উচুতে। সত্যিই কি উচুতে? নাকি এখানেও সেই আয়তন-পরিধি-ঘনত্ব-রং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি...। সময়ের পরিক্রম নাকি আপেক্ষিকতা !! আচ্ছা আয়তন-পরিধি-ঘনত্ব-রং ইত্যাদি ইত্যাদির বাইরে স্বপ্ন দেখতে পারি না, করতে পারি না কল্পনা ? ধৃষ্টতা ? হইতো ! বাঁধা দেবে, আঘাত করবে? প্রস্তুত ! তারপর? তারপরও স্বপ্ন দেখছি, কল্পনা করছি। নিয়ন্ত্রিত কখনোবা অনিয়ন্ত্রিত! হে স্বপ্নদ্রষ্টা, হে কল্পদ্রষ্টা ক্ষমা করো যদি কোন ধৃষ্টতা হয়ে থাকে। তবুও কেড়ে নিও না শক্তি স্বপ্ন-কল্পের।

বরঞ্চ বৃদ্ধি করো শক্তি, সৃষ্টিশীল স্বপ্ন-কল্পের .......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।