আমাদের কথা খুঁজে নিন

   

খুলির কোটরে রোপা আগুন শলাকা

/

চোখের পর্দার সাথে ঝুলে থাকে, দাপিয়ে বেড়ায় অদৃশ্য শিখা ভস্মে রূপান্ডরিত হতে হতে তরল এসিডের ভাঁজ পড়া নৈর্বক্তিক চামড়ায় হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়া জীবনের অতল হতে উঠে আসে স্ফুলিঙ্গ আর কাচ ঘেরা হেরিকেন কুপি সে পোড়ে আর জ্বলে একা একা। মানুষের চামড়ার আশ্রয় ছেড়ে ভস্ম মূর্তির গলে যাওয়া চোখে ধেড়ে ইঁদুরের দল ঢুকে মগজ চিবায় ফোটো পোড়া ধোঁয়া নাসিকা ঝিল্লি দিয়ে প্রদাহের ষষ্ঠ ইন্দ্রিয়য় ছাঁট মারে, খসা কানে অগ্রাহ্য করা কথায় দিনের দেয়াল ফাটে ধুপধাপ যেন অবিনশ্বর রাত্র গুড়গুড় করে আকৃতিহীন ঠোঁটে হিসহিস, চিড়বিড় করে ফোটে বারে বারে আওড়ায় বিভৎসতার আদিম ভস্মময় শব্দ : পোড়াও, পোড়াও, পোড়াও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।