আমাদের কথা খুঁজে নিন

   

গানব্লগ : যাও পাখি বলো তারে - কৃষ্ণকলি

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেনো ভোলেনা মোরে সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝড়ে কথা এপাড় ওপাড় তোলপাড় একা যাও পাখি বলো তারে সে যেনো ভোলেনা মোরে সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। মেঘের উপর আকাশ ওড়ে নদীর ওপাড় পাখির বাসা মনে বন্ধু বড় আশা যাও পাখি যারে উড়ে তারে কইও আমার হয়ে চোখ জ্বলে যায় দেখবো তারে মন চলে যায় অদূর দূরে যাও পাখি বলো তারে সে যেন ভুলেনা মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। তথ্য---> গায়িকার নাম : কৃষ্ণকলি ও চন্দনা মজুমদার। (প্রথম গলাটা চন্দনার, পরেরটা কৃষ্ণকলি ) এ্যলবাম : গিয়াস উদ্দিন সেলিমের মুভি > মনপুরা সুর কম্পোজিং : অর্নব (সে যে বসে আছে-র অর্নব!) লিংক---> ১ম ভার্শন > মিডিয়াফায়ার http://www.mediafire.com/?my2wwneyzjt টু-শেয়ারড Click This Link ২য় ভার্শন> মিডিয়াফায়ার http://www.mediafire.com/?z4qw3wictyj টু-শেয়ারড Click This Link উৎসর্গ---> এইগানটা শুধুই আমার। শুধু আমিই "তোমাকে" প্রতি রাতে গেয়ে শুনাবো


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।