আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক নারীকে



নিছক দাসখত কিংবা অদৃশ্য কালিতে ফাঁসির আদেশনামা- ঘেরাটোপে বন্দী শ্বাপদ; জান্তব গন্ধে নিভে আসে, কুমারীপূজার ধূপের আগুন। একান্ত বারবিলাসিনীর রতিসুখ পাপ! বারবাড়ীর পুরুষোত্তম - তুমি ভারবাহী করে দায়মুক্ত! ক্লেশের মাসগুলি পেরিয়ে তার নিস্তরণ, জাতকের জন্ম দায়মোচন! - আমৃত্যু!! মধ্যদিবসের দীর্ঘক্লান্তি প্রহরে তার ছায়া দীর্ঘতর হয়ে আসে। দর্পণে নিজ মুখও তৈলাক্ত দেখায়; ছায়াশত্রুর ঘৃণায় নিজের স্থিতি। মরে যাওয়া কাম থেকে ছিটকে অভ্যেস রাও একদিন ঘৃণার অতীতে চলে যায়। তারপর একাকী, শুন্য দৃষ্টিতে- ফাঙ্গাস পরা স্মৃতির আঁশটে গন্ধে অপেক্ষায় থাকা- খসে পড়ার!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।