আমাদের কথা খুঁজে নিন

   

অ-জৈব পক্ষ (ভাব নিলাম???)

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

জড় অনুভূতিতে পান্ডুর পক্ষ অকারণ ব্যস্ততার ঝুলি আমার দু'কাঁধে চলছে দুলি। কুটোকাটা সময়ের শ্রান্ত কক্ষ রয়ে যাই দিন শেষে একই একই উদ্বেল, অশান্ত, পুরোটাই অবিন্যস্ত। কাকরঙা আকাশে ফেলে দু'চোখ নির্মোহ সত্তা বিকাশে দীর্ঘশ্বাসের অজেয় কালাপাহাড়; ঘষটে যাই রুটিনের নিদ্রা আহার। আমার 'আমি' আত্মনীল শব্দের বুনোটে ঘুণ কিছুই জানলাম না জীবনের ধারাপাত আমার সবটাই শূন্যকে শূন্য দিয়ে গুণ। ধ্যান নেই, ভালোবাসা না বাসায় যক্ষ হৃদয় দেখে ছদ্মবেশী স্বদেশে কেমন ফোটে ধর্মের হুল। চোখের তারায় নৃত্যে চিতাভস্ম মাখা অমানুষের চালচিত্র দেশপ্রেমী হয়ে অথচ বারবার আমি, তোমাকে সম্মান জানাতে চেয়েছি ও আমার, দুঃখী মানচিত্র। আমাকে ভুল বুঝো না ওহে সবুজ, বৃক্ষের শান্তি দাও, অচিনপাখি প্রতিস্থাপনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.