আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখবিলাস/সুখবিলাস ও আমার জীবনের কিছু পেইনকিলার



আমার পছন্দের রবীঠাকুরের একটি গান নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। হিমালয় মন্তব্যের জবাব টা দিতে গিয়ে একটু চিন্তায় পড়লাম। বুঝলাম মন্তব্যটা আমাকে ভাবাচ্ছে। এই মন্তব্যের জবাব শুধু দু চার কথায় দিলে চলবেনা । আমাকে একটা আস্ত পোস্ট ই দিতে হবে।

কারন হিমালয়ের করা মন্তব্য থেকে অনেক কিছু এলোমেলো মনে পড়ে গেলো । ভাবছি আমার মনের জন্য সত্যি কি কোনো দুঃখ নিরোধক বা পেইন কিলার প্রয়োজন রয়েছে? নাকি এসবই আমার দুঃখ বিলাস?? আরো ভাবছিলাম মন ভালো রাখার পদ্ধতিগুলো কি সত্যি ই আমার চাইতে কারো বেশী জানা আছে??? হয়তোবা হ্যা হয়তোবা না। তবে এই এলোমেলো ভাবনা গুলো নিয়ে, অনেক মনে পড়ে যাওয়া কথাগুলো নিয়ে ভাবছি কিছু লিখবো। অনেক দিন পরে একটু ফ্রী আছি আজ। দেখা যাক কত টুকু লিখতে পারি।

হিমালের ভাষায় মনের কোন দৃশ্যমান বা বাহ্যিক আকার নেই বলে pain killer এর কার্যকারিতা নিয়ে সে কিছুটা সন্দিহান। । । হাহাহা সে কথা সত্য তবে মনের অদৃশ্যমান আকারের মত মনের পেইন কিলারের আকারও কিছুটা অদৃশ্যমান কিন্তু তার বাহ্যিক প্রকাশ আছে। সেসবকেই বলা যায় পেইন কিলারের কার্য্যকারিতা।

দুঃখ বা সুখ কাকে বলে বা সংগা কি এ নিয়ে নানা মূনীর নানা মত রয়েছে। তবে সুখ বা দুঃখের কিছু খুব সাধারন চাক্ষুস দৃশ্যমান ব্যাপর স্যাপার রয়েছে যা থাকলে আমরা সুখ ভাবি আর যার অভাবে আমরা দুঃখি বলি মানুষকে। আমার জীবনের কিছু দুঃখ নিরোধক বা পেইন কিলার: ছবি আকা: তখন সুখ দুঃখ কি বোঝার বয়স হয়নি। বাবা আমাদেরকে(মা ও আমাকে) ছেড়ে চলে গেলেন। তখনই হঠাৎ বুঝলাম সমাজে আমার মত মেয়েরা কতখানি দুঃখী হয়।

আমার মাতৃপক্ষ ও পিতৃপক্ষ মোটামুটি অথবা মোটামুটির চাইতেও কিছুবেশী অর্থনেতিক ভাবে সচ্ছল হবার কারনে দুঃখ আমাকে ছোঁবার কথা ছিলোনা। কিন্তু প্রতিনিয়ত আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের আমাকে দেখা মাত্র করুন মুখে আহা আহা করা দেখে বুঝে গেলাম আমি একজন দুঃখী মানুষ। পৃথিবীর অগাধ ধন দৌলতে মুড়ে রাখলেও শুধু একটি মাত্র বাবার অভাবে, আমাকে ছেড়ে এইভাবে চলে যাবার কারনে আমি একজন দুঃখী শিশু। তখনই আবিস্কার করলাম ছবি আঁকাআঁকিটা আমার জন্য দুঃখকে ভুলে যাবার খুব স হজলদ্ধ একটি পেইন কিলার। গান শেখা: মায়ের খুব শখ ছিলো তার জীবনের অপূর্ন ইচ্ছে গুলো আমার ভেতরে ফুটিয়ে তুলবার।

হারমোনিয়াম দিয়ে, গানের টিচার রেখে বসিয়ে দিলেন একদিন। অপরীসীম নিস্ঠা ও অখন্ড মনোযোগে গান শিখতে শুরু করলাম আর খুব স হজেই হারমোনিয়ামের রিড টিপে ঐ বয়সেই গান তুলে ফেলা আয়ত্ব করে ফেল্লাম। এখন বুঝি আসলে সেটাও ছিলো আমার এক ধরনের পেইন কিলার। আমার নাচ: আমার নাচ শেখার ইতিহাস ও স্টেজে প্রথম নাচের অভিগ্গতা আগেই বলেছি । তবে একসময় দেখলাম নাচ ও নাচের মধ্যে ডুবে থাকাটাও পেইন কিলার হিসাবে মন্দ নয়।

বই পড়া: বই পড়াটার শুরু আমাদের বাড়ীর পারিবারিক লাইবরেরীতে। মনে পড়ে প্রথম যে বইটা থেকে এক নাগাড়ে বই পড়ার অভ্যাসটা গড়ে উঠলো সেই বইটার গল্পের মেয়েটার নাম ছিলো আমার ই নামে। সেই আমার বই পড়ার মজা। সবচেয়ে কেন যেন পছন্দ করতাম হাসির বই গুলো পড়তে। যেমন বাংগালীর হাসির গল্প, গোপালভাড়, শিবরাম।

দুখের বইগুলো আমার মোটেই পছন্দ ছিলোনা। দুখবিলাস যবে থেকে শুরু তবে থেকেই দুখের কিছু বই আমার অনেক প্রিয় হয়ে গেলো। উভচর মানুষ, লিটল মারমেইড, নিসংগ গ্রহচারী, সেসব আমার কিশোরীবেলার দুঃখবিলাসের সংগী। এত কিছুর মাঝেও আমি কিন্তু মোটেই শান্ত শিস্ট খুকিটি ছিলাম না। কি এক অজানা অকারন আক্রোসে সকলেরর উপরে মাঝেমাঝে প্রতিশোধ পরায়ন হয়ে উঠতাম।

ইচ্ছে করে নিয়ম না মানা, কিছু অপ্রতিরোধ্য কাজে মেতে উঠতাম। সেসবও ছিলো আমার দুঃখবিলাসের পেইনকিলার। আমার সুখবিলাস। হিমালয় বলেছে, কষ্ট ব্যাপারটা আপনি কিভাবে নেন জানিনা, তবে ব্যথার মধ্যে পরিশুদ্ধিতা আছে। ।

যত ব্যথা নিজেকে নিজের কাছে আরও মূর্ত করে তোলা যায়, বেশি আনন্দে থাকলে হয়ত নিজের কাছেই নিজেকে নিয়ে ভাববার অবকাশ হয়না। । । । এইকথাটা আমার বেলায় অনেকক্ষেত্রেই সত্যি।

ব্যাথার মাঝে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছি কিনা জানিনা তবে নিজেকে জানতে পেরেছি। এটাও জেনেছি কষ্ট গুলো আছে বলেই আমার আছে এত আনন্দ। আমার মত সূখি কে আছে? আমার মত করে জীবনটাকে, জীবনের প্রতিটি সেকন্ডকে কজন মানুষ পারে এইভাবে অনুভব করতে?উপভোগ করতে?আমার জানা নেই । কিন্তু আমি করি । ভুল হোক শুদ্ধ হোক, ব্যাথা বেদনা যাই হোক আমি জীবনের প্রতিটি কণা উপভোগ করি, প্রতিটি বিন্দু দিয়ে।

হিমালয় তুমি বলেছো: মন ভাল রাখার কিছু সূত্র আছে, এবং এই সূত্রগুলি আপনি চাইলে নিজেই আবিষ্কার করে নিতে পারেন। । । উদাহরণস্বরূপ সেই পাগলের কাহিনীটা বলা যেতে পারে। ।

। এখানেই একটা বিশাল সূত্র ছিল, হয়ত আপনি গুরুত্ব দেননি। । । এরকম অসংখ্য সূত্র আমাদের আশেপাশেই থাকে।

। । । মনকে গুরুত্ব দিলেই মাথায় উঠে যায়, আর অবজ্ঞা করলে ছায়াসঙ্গী হয়... হিমালয় এখন নিশ্চয় বুঝতে পারছো নারী রহস্যময়ী !!! তাদের আসলেও এত সহজে বোঝা যায়না । যেমন আমার দুঃখবিলাসই যে আমার সুখবিলাস, সে তুমি বুঝতে পারোনি বিন্দুমাত্র।

হাহাহাহা। এত বড় একটা লেখায় কত্ত গুলি যে মাইনাস খাই আল্লাহ জানে!! তবে সেটাও হবে কোনো দুঃখ/ সুখ বিলাস!!! আমার সকল দুখের প্রদীপ জ্বেলে, দিবস গেলে করবো নিবেদন!! আমার ব্যাথার পূজা হবে সমাপন!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।