আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবন

নিরব যোদ্ধা।
চট্টগ্রাম থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ী শহর বান্দরবান। বান্দরবান জেলা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। এর আয়তন ৪৪৭৯ বর্গ কিলোমিটার। উত্তরে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে আরাকান (মায়ানমার), পূর্বে মায়ানমার এবং রাঙ্গামাটি জেলা, পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা।

যা যা দেখবেন: বন, পাহাড় ও সমভূমি দ্বারা আবৃত এ বান্দরবান। প্রধান নদী হচ্ছে সাঙ্গু (শংখ), মাতামুহুরী এবং বাকখালী। প্রধান গিরিশ্রেণী ৪টি, মেরাঞ্জা, ওয়াইলাটং, তামবাং এবং পলিতাল। বগাকাইল বা বগালেক আছে। বান্দরবানকে ঘিরে ঐতিহাসিক ঘটনাবলী: বান্দরবান পাহাড়ী এলাকায় জনবসতি কম হওয়ায় ব্রিটিশ শাসকেরা এই এলাকাকে বন বিভাগ হিসাবে ঘোষণা করে।

১৮২৪ সালে বার্মা ব্রিটিশ যুদ্ধে পরাজয়ের পর আরাকানীরা বান্দরবান এলাকায় অন্যমত প্রধান অভিবাসী উপজাতি হিসেবে স্হায়ীভাবে বসবাস করতে থাকে। বান্দরবান যাওয়ার সময় পথের সৌন্দর্য্য মুগ্ধ করে পরর্যটকদের। মারমা উপজাতিদের বর্ণালি জীবন, জুম চাষ, পাহাড়, অরণ্য কার না হৃদয় কাড়ে। সুউচ্চ পর্বতশৃঙ্গ, নদী আর অরণ্যঘেরা বান্দরবান, পাহাড়ের পাদদেশেই জেলা শহরের অবস্হান, শহরের গা ঘেঁষে সাঙ্গু নদী, নদীর দু' তীরে অরণ্যশোভিত পাহাড়, আর রয়েছে বিচিত্র প্রাণী। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে বান্দরবান-এ: দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তেলজিওডং (তাজিলডং), দ্বিতীয় উচ্চতম কেওকারাডং।

চিম্বুক পাহাড়। যাবার পথে পড়ে মনোরম বগালেক। সবকিছু মিলিয়ে বান্দরবান এক অপূর্ব শোভাময় স্হান। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।