আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দভাবনা : ওবামা ও ম্যাককেইন



ওবামা ও ম্যাককেইন কি বা হবে ভেবে, আমাদের কেউ বলো দুধ কলা দেবে? ওদের মুখেতে চেয়ে লাভ নেই কোনো, নিজের স্বার্থে ওরা ষোলআনা যেনো। হুকুম, আঘাত আর দখলের খেলা চালাবেই যে-ই হোক, জেনো এই বেলা। নেতাগিরি, দাদাগিরি ওদের সাধনা, মূলা দিয়ে গলা কেটে নিতে নেই মানা। ম্যাককেইন ওবামার ভাবনাটা ছেড়ে, নিজের পানেতে চাও – নিজের গভীরে। মাথা উঁচু করে যদি দাঁড়াতে না পারো, ওনাদের দাস হয়ে ধুঁকে ধুঁকে মরো। ওনাদের ভাবনা ও তর্কটা ছেড়ে , জেগে ওঠো সঙ্ঘ ও ঐক্যের জোড়ে। জেনে রাখো ভাসো যদি কাজের জোয়ারে- ওরাই দাঁড়াবে এসে তোমার দুয়ারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।