আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বেলা



আমার বন্ধুর একটি কবিতা.................... আমি যখন ছোট্র ছিলাম ছিলনা কোন জ্বালা, গলায় আমি পরে থাকতাম লাল টুক টুকে মালা। মা আমায় আদর করতেন আদর করে খাইতে দিতেন, রাক্ষুসী দের গল্প বলতেন। ভয়ে আমি কেঁপে উঠতাম, মায়ের গলা ধরে শুয়ে থাকতাম। সেদিন গুলি মোর হারিয়ে গেল, সব আশা মোর পূর্ন হল। সেদিন যদি ফির পেতাম খাচায় বন্দি করে রাখতাম সিকল দিয়ে আটকে রাখতাম। কবি: ওয়াজেদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।