আমাদের কথা খুঁজে নিন

   

স্যুরিয়্যালিস্ট বাস্তুসাপগুলো এড়িয়ে

Sad Cafe

বরঞ্চ একটা সরল দৃশ্যের কথাই ভাবা যাক। ধরে নিই - মেঝেতে পড়ে আছে চৌকো রোদ্দুর; যেটা জানালাপ্রসূত। আর এইঘরে বিছানাব্যতীত অন্যকোন আসবাব রাখা নেই। ঠিক এমন একটা কামরা থেকেই আমি আপনাদের লিখে পাঠাচ্ছি উল্লেখিত সরল দৃশ্যটির ধারনা। যদিও স্যুরিয়্যালিস্ট আবহের ঘোর আমাদের সাথে খুব নিবিড় বসবাস করে এসেছে বহুদিন; পুরোনো বাস্তুসাপের মতোন বছরের পর বছর। তবু এপর্যায়ে আমরা বরং একটা সরল দৃশ্যের কথাই ভাবতে চাই। যেইদৃশ্যে কামরাভর্তি রোদ এসে হেসে উঠবে তার একান্ত নিজস্বতায়, বিবিধ সৌরবৈশিষ্ট্যে। "জাফরানরঙা" হয়ে উঠবার কোনো তাড়না যার কোথাও প্রকাশিত নয়, কোত্থাও নয়। ----------------------- আন্দালীব/ ১ নভেম্বর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.