আমাদের কথা খুঁজে নিন

   

মুরাদপুরের ব্যাংকার মখলেস

ইশতিয়াক

আজকে ঠিক যখন জুরাইন গিয়ে রাশেদ এর বাসায় ঢুকলাম ঠিক তখনই চলে যাওয়া প্রেয়সীর এস এম এস “ইশতিয়াক, আমার বিয়ে টা ভেঙ্গে গেছে, তুমি আমাকে আর জীবনে কোনদিন কোন কারনে কল/এস এম এস দিবা না” আমি তো পুরাই আকাশ থেইকা পড়লাম হেতেনে কি আমারে দেইখাই এই এস এম এস দিল নাকি এইডা পুরাই কইন্সিডেন্স আর সেই মুরাদপুরের ব্যাংকার মখলেস তোর ফিআন্সে’র না হয় আমি শুধু হাত টাই ধরছিলাম ৩০ সেকেন্ড তাই বইলা তুই বিয়া ভাইঙ্গা দিবি ?? খালি তো হাতই ধরছিলাম আর তো কিছু ধরি নাই তোর জন্য আমার চলে যাওয়া প্রেয়সী কত রাগ করছে জানোস?? সন্ধার সময় বাসার সামনে গিয়ে এতো বার কল দিলাম তাও ধরল না এইডা কিছু হইলো আর চলে যাওয়া প্রেয়সী তুমি কেন আমারে শনির আখড়া নিয়ে আর তোমার বাসা পর্যন্ত নিতা না তা আজকে টের পাইছি যেই খবিশ এলাকা তোমাদের মাইরি কালা গুয়ের পানিতে আমার এতো সুন্দর পায়ের পাতা পুরা কালা হইয়া গেছে যাই হোক তুমি আমারে কল দাও বা না দাও, রিসিভ করো বা না করো আমার এমভিছি’র ডাটাবেস আমি তোমারে দিছি ওইটা তোমারই থাকবে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।