বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
ঐতিহসিক ফন লুন এর জন্ম ১৪ জনুয়ারি ১৮৮২; নেদারল্যান্ডের রোটারদাম-এ।
ছেলেবেলার পড়াশোনা ওখানেই। অবশ্য কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ১৯০২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন।
পাশ করার পর সাংবাদিত করেন।
বিয়ে করেন ১৯০৬ সালে। তারপর জার্মানির মিউনিখ শহরে চলে যান।
দুই ছেলে হয়। তাঁর অনেক বই ছেলেদের উদ্দেশ্য করে লেখা।
মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি করেন।
ইতিহাস সক্রান্ত বই লিখতে থাকেন। ইতিহাসকে ভীষন জনপ্রিয় করে তোলেন।
এই THE STORY OF MANKIND বইটি সেরকমই একটি বই। তাঁর লেখার স্টাইল আর কারও মতো নয়।
তাঁর বোঝানোর ক্ষমতা অসাধারণ। বইটির প্রতিটি লাইনে এই কথার প্রমাণ পাবেন।
জীবনভর ইতিহাস ও শিল্প ব্যাখ্যা করেছেন লুন।
ছিলেন দারুন জনপ্রিয়।
১৯৪৪ সালে মৃত্যুবরন করেন।
বেঁচে থাকলে জিজ্ঞাসা করতাম- মানবসভ্যতার ইতিহাস বলতে তিনি কেবল ইউরোপীয় সভ্যতার বুঝতেন কি না!
কেননা, এই বইটির নাম হওয়া উচিত ছিল: THE STORY OF EUROPEAN MANKIND
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।