আমাদের কথা খুঁজে নিন

   

প্রচারহীন নিভৃতচারী এক গবেষক মামা



টমেটো ও পটেটো একই গাছে ধরিয়ে তিনি এখনও সবার দৃষ্টি সীমানার বাইরে। তার নাম খামার শ্রমিক মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার শ্রমিক। । এম এস ছাত্রেদর গবেষনায়সাহায্য করেত করেত নিজেই এক গবেষনা করে ফেলেন তা হল একই গাছে আলু ও টমেটো ধরিয়ে।

পত্রিকায় ছবি বেরুলো, টিভিতে নিউজ আসলো আলু ও টমেটোর। মন্তব্য দিচ্ছেন বিজ্ঞ জনেরা। তিনি হলেন উপেক্ষিত। তার নাম কেউ জানলো না। নাম হলো অন্য জনের আবিষ্কার হিসেবে।

তার খথা কেউ জানলো না। কেউ জানানোর প্রয়োজনই মনে করল না। সংবাদের পেছনেও অনেক সংবাদ থাকে। পেছনের সংবাদটি অনেক সময় সবাই জানে না। তার সাথে আমি কথা বলে জেনেছি তিনিই আসল কারিগর্।

তিনি প্রচার ও প্রসার চান না। তিনি গোপনেই এই দেশকে কিছু দিতে চান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.