আমাদের কথা খুঁজে নিন

   

Ultra Bright LED ইমার্জেন্সী লাইট

চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন
বাংলাদেশে লোডশেডিং ছিল, আছে এবং থাকবে(অন্তুত আগামী দুই বছরে কমার সম্ভাবনা নেই)। তাই অন্ন, বস্ত্র, বাসস্থানের মত আইপিএস ও আমাদের মৌলিক চাহিদা। কিন্তু আইপিএসের দাম এটতা চড়া যে এই চাহিদা বেশিরভাগ লোকজনের পক্ষেই মেটানো সম্ভব না। বাকি রইল ইমার্জেন্সী লাইট। বাজারে যেসব ইমার্জেন্সী লাইট পাওয়া বেশিরভাগই দুই/তিন মাস না পেরোতেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে যায়।

তাই আপনাদের দেখাব কিভাবে কম খরচে একটা ইমার্জেন্সী লাইট তৈরী করা যায়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইলেক্ট্রনিক্সে অভীজ্ঞ নয় এমন কেউ ও খুব সহজে তৈরী করতে পারেন। এই ইমার্জেন্সী লাইটে টিউব লাইটের পরিবর্তে Ultra Bright LED ব্যবহার করা হয়েছে। একটা Ultra-Bright LED ৩ ভোল্টে চলে এবং ১০মিলিএম্পিয়ার কারেন্ট খরচ করে। ফলে একই ক্ষমতার ব্যাটারীতে টিউবের চাইতে আল্ট্রা ব্রাইট এলইডি অনেক বেশিক্ষণ জ্বলে।

এখানে ২১টা আল্ট্রা ব্রাইট এলইডি ব্যবহার করা হয়েছে যা একটা ১৭ ওয়াটের এনার্জি বাল্বের কাছাকাছি আলো দেবে। এবং ব্যাটারী হিসেবে ব্যবহার করা হয়েছে ৬টা 1.2Volt 300mAh নিকেল ক্যাডমিয়াম ব্যাটারী। প্রতিটা আল্ট্রা ব্রাইট এলইডির দাম পড়বে ১০/১৫ টাকা এবং 1.2Volt 300mAh নিকেল ক্যাডমিয়াম ব্যাটারী প্রতি জোড়ার দাম পড়বে ৬০/৭০ টাকা। বানানোর জটিলতা এড়ানোর জন্য এখানে রেডিমেড চার্জার ব্যবহার করা হয়েছে। বাজারে অনেক ধরনের চার্জার পাওয়া যায় দেখে শুনে একসাথে ছয়টা AAA ব্যাটারী চার্জ করা যায় এমন চার্জার কিনুন।

এরকম চার্জারের দাম পড়বে ১৫০/১৮০ টাকা। যা যা উপকরন লাগবে: ১. AAA সাইজের 1.2V/300mAh নিকেল ক্যাডমিয়াম রিচার্জেবল ব্যাটারী ৬টি ২. ৬ চ্যানেলের AAA সাইজের ব্যাটারী চার্জার ১টি ৩. ৬ চ্যানেলের AAA সাইজের ব্যাটারী হোল্ডার ১টি ৪. 9V ব্যাটারী কানেক্টর ১টি ৫. ON/OFF সুইচ ১টি ৬. আল্ট্রা ব্রাইট এলইডি ২১টি ৭. নস্ট হার্ডডিস্কের প্লেটার ১টি বিস্তারিত দেখুন এখানে
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।