কাগুর দুক্কে বনের পষু আর গাচের পাকিও কান্দে। কাননে কান্দে কুয়েলিয়া। কারন কাগু একনও জেনারেল। পতম পাতায় তাহাকে হর্কাথুল ঝেহাদ বানাই রাকি দেওয়া হইছে। সামুবলগের পতি কাগুর পেমের কুন দাম নাই।
বাথিজাবাথিজিরা বনের পষু নয়, গাচের পাকিও নয়, তাই তারা কান্দিতেছে না। কিন্থু জুর গলাই দাবি জানাইছে কাগুকে পতম পাতায় লিক্তে দেওয়ার। পাপিশ্ঠ মডারেঠরেরা পাত্থা দেয়নাই।
কাগুর অপরাদ কি ছিলু? কাগু ফেসিবাদি কলুমর্শেদ আর ছাগুরাম তিরিভুজের কিচু কর্মখান্ডের সমালুছনা করি কিবুড ধরিছিল। তাহাতেই কাগুর উপর সামুবলগের পাপিশ্ঠরা গুসা করিছে।
অতছ দেক বাথিজারা, তুমাদের পেয়ারের কলু আর ছাগু কি করিতেছে আলুবলগে। লুগ্জনের লেকা মুচি কমেন্ট মুচি তাহারা ফেসিবাদের রাজত্থ কাইম করিছে। লুগ্জন যারা পুন্দের লুঙ্গি কান্দে ফেলি দুড়াই দুড়াই গিয়া আলুবলগে হাগামুথা বাদ দি লিকা আরম্ব করিছিল, তারাউ একন ফিরদ আসি নাকে কান্দি কান্দি বলিতেছে তাদের দুক্কের কতা, যে ঐখেনে তাহাদের লেকা আর কমেন কলুমর্শেদ আর তিরিবুজ মডারেঠর মিলি মুছি দিছে।
সেইসব লিকা যদি পতম পাতায় আসতে পারে, তাহইলে কাগুর কি দুশ?
উরে পাপিশ্ঠ মডারেঠর, পাবি না রে তুই পাবি না খুদারে, বেথা দিয়ে তার কাগুদের প্রানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।