বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
ইজরেল। বিংশ শতকের এক বিতর্কিত রাষ্ট্র; যার সৃস্টির পিছনে রয়েছে ইহুদি জাতির দুহাজার বছরের লাঞ্ছনার ইতিহাস, বিগত ৫০ বছরের প্যালেস্টাইনের মুত্যু ও যন্ত্রনার ইতিহাস।
অচিরেই ইরানের পারমানবিক শক্তির অধিকারী হওয়া এই রাষ্ট্রটির অস্তিত্বকে শঙ্কটাপন্ন করে তুলেছে।
এ রাষ্ট্রটির ভবিষ্যৎ নিয়ে বিশ্বের তাবৎ চিন্তাবিদ মাথা ঘামিয়েছেন। Mitchell G. Bard তাদের মধ্যে একজন।
Bard-এর বইটি সুলিখিত; অসাধারণ লেখনিভঙ্গিমা। সেই সঙ্গে সাংঘাতিক বিশ্লেষনী ক্ষমতায় বিস্মিত হতেই হয়।
বইটির সব যুক্তিতর্ক অবশ্য ইজরেলি পক্ষ থেকে দেখা।
বইটির দূর্বলতা এখানেই।
ইজরেল ছোট রাস্ট্র, এর প্রতিবেশি সবাই শক্তিধর মুসলিম রাষ্ট, কাজেই এরা একজোট হলে ইজরেল নিশ্চিহ্ন হয়ে যাবে-যারা এমনটা ভাবে তারা এই বইটি পড়লেই বুঝবেন তাদের এই যুক্তিটি কত দূর্বল।
ডাউনলোড লিঙ্ক ...
http://www.mediafire.com/file/2eokcyztz3z/Will Israel Survive.pdf
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।