বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
Buddhism is not a religion, but a philosophy. We are all equal and free.
The Quantum Buddhism Association (QBA)
বুদ্ধ কি বলেছিলেন না বলেছিলেন- তারই ব্যাখ্যা দিয়েছিলেন পরবর্তীকালের বৌদ্ধ দার্শনিকগন। কালের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছিল ব্যাখ্যা-বয়ানের ধরনধারন। আর সেটাই তো স্বাভাবিক।
এভাবেই আদি বৌদ্ধধর্ম পরিবর্তিত হয়েছে প্রায় অন্যরকম এক বৌদ্ধধর্মে। যেমন, জাপানের জেন।
আমাদের কাল বিজ্ঞানময়। যার মূলে রয়েছে ক্যাওস থিওরি, প্লাজমা ফিজিক্স,কোয়ান্টাম ম্যাকানিক্স, লিনিয়ার অ্যালজেব্রা ...আরও কত কী!
কোয়ান্টাম ম্যাকানিক্স বিজ্ঞানের এক বিস্ময়কর অধ্যায়। বাস্তবতা যেন এখানে দৃষ্টিগ্রাহ্য রুপ থেকে বোধাতীত অপরুপের দিকে যাত্রা করেছে।
এই নবতর কোয়ান্টাম ম্যাকানিক্স-এর আলোকে বৌদ্ধধর্মের ব্যাখ্যা করছেন ইউরোপের একদল মুক্তমনের মানুষ। তাদের মতে-Quantum Buddhism is an adaptation of ancient Buddhist teachings to a new era of scientific emancipation. Quantum Buddhism is not necessarily science, but it certainly is Buddhism. Based on the latest scientific discoveries made in the field of quantum physics, a new form of Buddhism is born.
এদের পরিচয় ...
The Quantum Buddhism Association (QBA) is a simple
organization that aims at finding scientific and spiritual solutions to actual world difficulties. Combining the views of quantum physics and spirituality, we develop new ways of thinking in a unified way. We work in ways to alleviate suffering in the world.
এদের বৈশিস্ট্য....
Although our inner structure might seem to be similar to the
ways of a Buddhist religious community, we have adapted the
ancient ways to the modern reality, where truth is often sought in a laboratory based on objective observation. We collaborate with people from all religious and cultural backgrounds. Buddhism is not a religion, but a philosophy. We are all equal and free.
বইটির ডাউনলোড লিঙ্ক
Click This Link
এই নব্যভিক্ষুদের ওয়েবসাইট ভিজিট করতে হলে-
http://www.QuantumBuddhism.org
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।