চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)
সায়াহ্ন একটা কলসমুখ ব্যেপে উছলে গেলে দেখা যাক
তার নিচে কতটা লাল গোলাপাভা
গলনের সূত্রমতেই
তাপহর-; শোক হয়ে থাকে।
সিঁড়িঘর থেকে উত্থানে উন্মুখ সাতটা শুয়োর
তাদের রোঁয়া ফুলিয়ে
কাটা-নাকে রঙ মেখে দুদ্দাড় উঠে আসে।
আমাদের চলন স্থবির জেনেই শুয়োরপাল
খুব সহজে বিছানা-ঘর-রাজধানী চরে
সাম্রাজ্যে প্রসব করে।
প্রসব-আনন্দে প্রকাণ্ড শিশ্নধারী নেতাগণ
ব্লাডসাপ্লাইয়ে শক্ত খুঁটি আমাদের মুখে বুলিয়ে দেয়।
***
- অনীক আন্দালিব
২১.১০.২০০৮
[লেখালেখি নিয়ে যত কথা শুনতে হয় বা হচ্ছে সেখানে আমাকে বুঝে নিতে হয় যে রাজনৈতিক ওরিয়েন্টেশান নিয়ে খামোখা এই জনপদের তাবড়তাবড় 'মোহময়ী' মানুষেরা আমাকে সংশয়ী করে ফেলে। তাহারা দ্বৈত কিংবা বহুবিধ সত্ত্বাধারণ করে সবচে' বড়ো রাজনীতিটি খেলছেন। চিহ্নিত দল-মত সহ তাদের প্রতিও তীব্র বিবমিষা গড়ে ওঠে।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।