আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের বর্ষাকাল নিয়তঃ বৃষ্টি ঝরায়.....



শুনলাম কাল তোমার শহরে ঝুমবৃষ্টি নেমেছিল। আকাশ কালো করা মেঘেরা উড়ে বেড়াচ্ছিল । তুমি ভোর রাতে বৃষ্টির শব্দে জেগে উঠেছিলে। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলে। তোমার বাড়ীর সামনের পিচঢালা পথটায় বৃষ্টি পড়ছিলো ঝম ঝম করে।

বৃষ্টির দিকে তাকিয়ে আমাকে তোমার মনে পড়ছিলো ভীষন। অন্তত সাতষট্টিবার তুমি আমার নামটা ধরে ডেকেছো। বিদ্যুতের ঝলকানির মত তোমার মনের কোন সে গহীন থেকে বের হয়ে এসে বৃষ্টিতে ভিজলাম আমি। আমার হাসির শব্দে তুমি অবাক হচ্ছিলে খুব। বারবার মুখটা চেপে ধরছিলে শুধু।

জ্বরজারি ,নিউমোনিয়া শব্দগুলো.... বৃষ্টির শব্দে হারিয়ে যাচ্ছিল। আমার মুখটা ভীষন ফ্যাকাসে দেখাচ্ছিল। হাঁটুতে উঠানো কালো জিন্স। গায়ের সাদা শার্ট টা তখন ভিজে একাকার। তোমার ভেজা চুলের পানিতে ভিজছিল আমার চোখ।

দুর থেকে একটা রিকশা টুংটাং করে এলো। আমি বললাম চলো শহরটা ঘুরে বেড়াই। রাস্তার পাশে বিলবোর্ডগুলোতো তখন শুধু তুমি আর আমি...... শহর ময় তিনটা মানুষ শুধু ঘুরছি .....। বৃষ্টি এলেই এই রকম আমি। আকাশ ছাপিয়ে।

দেশ ছাপিয়ে। সমুদ্র ছাপিয়ে। খুব প্রিয় শহরের প্রান্তে তোমার সাথে আজো ঘুরে বেড়াই নিরবধি। বৃষ্টির কথাতেই অনুভবের সিঁড়িতে চুপ বসে থাকি। Rod Stewart এর গান শুনি....... First Cut is the Deepest - .... জীবনে এমন বৃষ্টিদিন কেনো যে আসে! ভাসিয়ে দেয় শহর।

মানচিত্র ছাপিয়ে ভাসিয়ে দেয় অন্য দেশ অন্য মানুষ। দু'চোখের বর্ষাকালকে কি করে ঠেকাই বলো তো! কি করে ভুলি সেইসব বৃষ্টি দিন রাখাল ছেলে! First Cut is the Deepest :Rod Stewart http://www.youtube.com/watch?v=6lZYAaQoks8 First Cut is the Deepest :Sheryl Crow http://www.youtube.com/watch?v=6lZYAaQoks8

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।