আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016 নতুন কিছু লিখতে মন চাইতেছে, কিন্তু কি নিয়ে লেখা উচিৎ বুঝতে পারতেছিলাম নাহ। একসময় হঠাৎ টিভি খুলে চ্যানেল চেইঞ্জ করতেছিলাম হঠাৎ করে মনে হলো একটু কার্টুন দেখি! অনেকদিন দেখি নাহ তখনই মাথায় একটা জিনিস কাজ করলো, আমরা যখন ছোট ছিলাম এরাউন্ড লেইট নাইন্টি তখন প্রযুক্তি এত উন্নত ছিল নাহ। তখন এত ইন্ডিয়ান চ্যানেলও ছিলো নাহ টিভিতে ছোটদের সবচেয়ে প্রিয় চ্যানেল ছিল ‘কার্টুন নেটওয়ার্ক’ এখন যদিও আছে কিন্তু তার কার্টুন পরিবেশনার কোয়ালিটি অনেক অধপাতে নেমেছে, নব্বইয়ের দশকে আমরা দেখতাম – Popay The Sailor Man, Sponge Bob Square pants, Scooby doo, Dexter’s Laboratory, Tom & Jerry, Tintin, আরো কত কি! শেখার যদিও ছিল অনেক কিছুই সেখান থেকে! আর এখনকার পোলাপান কার্টুন বলতে চিনে ডোরেমন দ্যি আশ্চর্্য বিলাই এর কথা! এখন আসল কথায় আসি, একবিংশ শতকে প্রযুক্তির এত উন্নয়নে টিভি চ্যানেল গুলোর যথেষ্ট সুবিধা হয়েছে। কিন্তু বলেন তো এরা নতুন কয়টা জনপ্রিয় কার্টুন ক্যারেকটার তৈরি করতে পেরেছে ? সব তো পুরানা মান্দাতা আমলের কার্টুন গুলোর অল নিউ এপিসোড বলে চালিয়ে দেয় ! নতুন কি আছে তাদের মাঝে ? যেগুলো নতুন সেইগুলা আবার মান সম্মত নাহ। পুলাপাইন কিছু শিখতে পারে নাহ, খালি শিখে কিভাবে ‘নোবিতা’র মত ক্লাসে ঘুমাইতে হয় আর কিভাবে পরীক্ষায় দুইটা লাড্ডু পাইতে হয় ! আপনাদের মতামত কি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।