আমাদের কথা খুঁজে নিন

   

মুজাক্কিরে কয় ডাঃ আইজুদ্দিন ঠিক কহিয়াছেন।



ডাঃ আইজুদ্দিন বলেছেন এবং মুজাক্কিরও একমত হয়েছেন এই মর্মে যে: আলু ব্লগে সমানে নিক ছিনতাই হইতাসে, আর ভিক্টিমরা সমানে তাদের নিকের সম্মান বাচানোর জন্য সামু ব্লগে পোষ্ট দিয়া যাইতাসে। তো এ নিক ছিনতাই এ লাভ কার? লাভ অথরিটির ১। আলু ব্লগ সমানে আলোচনায় থাকতেসে ২। প্রমিনেনট নিক রেজিষ্টার দেইকা অন্যরা রেজিষ্ট্রেশন করব। কাম অন পিপল ওপেন ইউর আইজ, খুলার ২৪ ঘন্টার মধ্যে বেশীর ভাগ প্রমিনেনট নিক গন। এটা কেমনে সম্ভব যেখানে প্রমিনেনট নিকের কেউ ইনভেঠসন কোড পর্যন্ত পায় নাই। এটা ইনটারনাল কাজ। সামু তে থেকে নিক ডাউনলোড কইরা এ কাজটা করা হইসে আলু ব্লগকে আলোচনায় রাখার জন্য আর মেকি জনপ্রিয়তা দেখানোর জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.