ক খ গ ঘ...
নর্থ সাউথ এর আয়োজনে আজকের জব ফেয়ার ঘুরতে গেলাম এই উদ্দেশ্যে, জব ফেয়ার জিনিষটা কেমন হয় তা জানা ।
খুব একটা সুখকর মনে হল না, আমার মত বেকার-এর কাছে। কতকগুলো কোম্পানী বিশাল বিশাল ড্রাম নিয়ে বসে আছে, পাবলিকের সিভি নেবার জন্য, সেই ড্রাম আবার নিমিষেই ভরে যাচ্ছে!এসব সিভি নাকি জমা করে রেখে পরে দরকার লাগলে ডাকবে....
যেমন- ৩টি ব্যাংক, সিটিসেল,রহিম আফরোজ , এসিআই, কয়েকটি হিজিবিজি (আমার কাছে অপরিচিত, এবং কমার্স লাইনের লোক খুজছে) কোম্পানি। এছাড়া জব সাইটের কিছু স্টল আর কতগুলা কোম্পানী এসেছে কর্মদক্ষতা বাড়ানোর কোর্স করায় এগুলা জানতে! সাইফুর'স এর কথা তো না বললেই নয়, সবাইকে একটা করে ফ্রি বই ধরিয়ে দিচ্ছে! কতক বিদেশি ভার্সিটির এজেন্ট স্টলও আছে(আমার কাছে খুব একটা ইনফরমেটিভ মনে হয় নি)
যাক এসব কথা বলতে লিখা শুরু করিনি।
এমনিতে গেছি দুপুরে টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে, আসার সময় পড়লাম পুরা বিপদে, ভেতর থেকেই বাইরের তুমুল বৃষ্টি দেখে যে টেনশন শুরু হল তা অনেকটাই কেটে গেল বাইরে এসে...
কি অপরুপ দ্ শ্য!! ঢাকার এমন ফাকা যায়গায় আর এমন সুন্দর বারিপাত! সন্ধ্যার মায়াময় আলোয় মনটা একেবারেই উদাস হয়ে গেল।
সে ভাবটা মুহুর্তেই কেটে গেল যখন দেখি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ভবনের গেটে লাইন ধরে রিকশা ওয়ালা সহ রিকশা !! তাও ১০-১২টার মত!
রহস্যটা সমাধান হল এক লোকের কথায়, যিনি ঐ রিকশায় উঠতে চাইলেন......
এমনিতে সন্ধা, তার উপর বশটি, সাথে যোগ হয়েছে যানবাহনের অভাব, লোকজন তো ঐ রিকশায় উঠতে চাইবেই।
কিন্তু রিকশাওয়ালার জবাব ছিল--
আমরা 'তিন চাকার তারকা' অনুষ্ঠানে এসেছি, রিকশা চালাতে না!!
তিন চাকা -র চালকদের অভিবাদন জানাই।
আরও কিছু ছবি.......
গাড়িগুলো আসছে হয় বিবিসির- বাংলাদেশ সংলাপের জন্য নয় তিন চাকা তারকা অনুস্ঠানের জন্য
বৃস্টিতে নি:স্ফল প্রতিক্ষা!!!(ছবিতে আমি নেই)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।