এমন মৌন প্রকৃতি আমি কখনও দেখি নি
যেন ধ্যানমগ্ন কোন পৌরাণিক ঋষি
রুপোলি রেকাবে রাখা নীল জলস্নান শেষে আমিও যেন কোন
আদিম পুরুষ
সুন্সান্ নগ্ন বীচে শুয়ে একা...
সাগরের নোনা গন্ধে কি যেন থাকে-
নিজেকে মনে হয় গৃহ পিপাসু বেপরোয়া নাবিক
তবুও
অই নিস্পৃহ আকাশের নিচে প্রহরী পাহাড়
এই নিস্তব্ধ প্রহরের নিঃসঙ্গ সঙ্গীত
শেকড় ছেড়া মানব হৃদয়েরে মেশায় কোন আর্শ্চয্য ঐকতানে!
যে ফেরে না অবশেষে-
“যদিও জাহাজ শিস্ দেয় বন্দরে”।
এমন গভীর প্রেমে আমি কখনও পড়িনি
হই নি এমন দিশেহারা
কি ইন্দ্রজাল এই দখিনা প্রশান্ত অর্ধসভ্য দ্বীপভূমে
মুহুর্তে বাতিল হয় যাবতীয় অশুদ্ধ বাস্তবতা
অই ফেলে আসা মেকি পৃথিবীর পংকিল কারসাজি।
তাই
আমি আমাকেই নিরন্তর খুঁজি
এই অবিবর্তিত নৈসর্গিক দর্পনে...।
বি:দ্র:
ছবি ও লেখার কপিরাইট সংরক্ষিত
দেশের নাম: ভানুয়াতু
দ্বীপের নাম: সান্টো
অবস্থান সময়কাল: জুন, ২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।