মন যদি চায় বন্ধু্,
এসো একসাথে গান গাই,
ইচেছ ঘূড়ি উড়াই,
জাবি যদি চল এক অজানায়,
যেখানে থাকবে না কোনো পদতল,
থাকবে শুধু আমি তুই আর আমার মেঘোদল।
শণকো নদের তীরে, দুই পাহাড়ের মাঝে,
তুই আর আমি শুনবো আদিবাসীর গান।
মন যদি চায় বন্ধু,
ইচেছটাকে কর অবিচল।
যেখানে থাকবে, তুই আমি আর আমার মেঘোদল।
সারাদিন বৃষি্টতে ভিজে হবো মাতাল,
হারাতে দিবনা কখোনো বন্ধুতের এই অদভূত আহবান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।