প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। আইন মইরা গেছে বইনা -আবু জাঈদ তুই ভাবিস না বইনা, আইজ থাইকা আমি খারাপ কাম করুম, মার বালা জোড়া বেইচা একটা পিস্তল কিনুম, অনেক ট্যাকা বানামু বইনা, যে বেডায় তর ইজ্জত নিছিলো, তারে ছারুম না, তুই কান্দিস না, খালি আর কয়ডা দিন বাইচ্চা থাক। কাদের কুত্তার ফাঁসি হয়নাই তো কি হইছে ? আমি অহন থাইকা ডাকাতি করুম, আমার যহন মেলা টেকা হইবো, সব কুত্তারে কিনুম তহন, উকিল কিনুম, নেতা কিনুম, আবার বিচার ডাকুম, হেই বিচারে ওগো ফাঁসি হইবো। দেশ আমগো কিছু দেয় নাই তো কি হইছে ? টেকা দিয়া নীতি কিনুম বইনা, তুই খালি আর কয়ডা দিন বাইচ্চা থাক। যারা তরে জিন্দা লাশ বানাইছে ওগো ফাঁসি হইবো, যারা বাজান রে মারছে ওগো ফাঁসি হইবো, আইন মইরা গেছে বইনা, তর ভাই মরেনাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।