আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে পুঁজিবাদের সংস্কারকরন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

পুঁজিবাদ তত্বের জ্ঞাত স্রষ্টা, আদম স্মিথের পুঁজিবাদের অবেশেষে সংষ্কার করনের প্রস্তাব এসেছে ফরাসী প্রেসিডেন্ট সারকোযির কাছ থেকে। যে পুঁজিবাদ কাঠামোর নিয়ম নীতি অনসরনে মুনাফা রয়ে যায় প্রতিষ্ঠানের কাছে, আর লোকসান বহন করবে জনগন, সেই নিয়মেরই সম্ভবত সংষ্কারর প্রস্তাব করেছেন সারকোযি। যুক্তরাষ্ট্রের গত মাস কয়েকের অর্থনীতির ঘটনায় লেহম্যন ব্রাদার্স এর দেউলিয়াপনায় সরকার কোন হস্তক্ষেপ করেনি এই বলে, বাজার অর্থনীতিতে বাজারই ঠিক করবে লেহম্যন ব্রাদার্স এর কি হবে। কিন্তু যখন 'এআইজি' দেউলিয়া হয়ে যাবে এই ঘোষনা আসতে যাচ্ছে শোনা যাচ্ছিল, তখন মার্কিন সরকার রুদ্ধদ্বার বৈঠকে ৭০০ বিলিয়ন ডলার অর্থাৎ ৪২০০০ হাজার কোটি টাকার অনুদান রুগ্ন দেউলিয়া প্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাঁচাতে ঘোষনা করলেন। কারন শোনা যায় মার্কিন জনগনের পেনশন প্ল্যন ছিল এই প্রতিষ্ঠানে।

এই অর্থ আসবে জনগনের প্রদত্ত কর থেকে। পরিষ্কার হয়ে গেল মুক্তবাজার অর্থনীতি আর মুক্ত বাজারে রইতে পারলো না। উইকিপিডিয়া থেকে পাওয়া Smith has been celebrated by advocates of free market policies as the founder of free market economics....। কিন্তু জনগনের এই অর্থ বিনিয়োগের মাধ্যমে জনগন কি ভাবে মুনাফা অর্জন করবেন বা শেয়ার পাবেন, তা কিন্তু এই প্রতিষ্ঠানসমূহকে বাঁচানোর ঘোষনায় উল্লেখ নেই। আরও উল্লেখ নেই দেউলিয়া করনের পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে।

এই ব্যক্তিবর্গদের বেতন ভাতাদির পরিমান জানলে মাথা ঘুরে পরে যাবার মত অবস্থা হবে (আমার পূর্ববর্তী পোস্ট দ্রষ্টব্য) মার্কিন জনগনকে এই সব প্রশ্ন না করে কর দিয়ে যেতেই হবে। আসলেই পুঁজিবাদের আশু সংষ্কার প্রয়োজন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।