বাঙলা কবিতা
উৎসর্গ : এই কবিতার প্রথম পাঠিকা, আফসানা শারমিন কচি, অকাল প্রয়াত বন্ধুটি আমার ...
কিছু কিছু গান থাকে ___ বেজে ওঠে হৃদয়ের খুব কাছাকাছি ;
মানুষের সত্তার ভেতরে মুগ্ধ কান্না হয়ে
জেগে থাকে একটা জীবন ...
তুমি যদি কোনওদিন বরেন্দ্র অঞ্চলে যাও, শুনতে পাবে যে,
এ রকম বহু গান বয়ে যাচ্ছে নিরাকার, বহমান বায়ুর নিয়মে ...
বিজন মাঠের মধ্যে
নৌকার গলুইয়ে
ঢেউয়ে,
রাজাম্লে দ্রবীভূত গলে গলে পড়া
রৌদ্র-হিরণে
নিঃসঙ্গ গাছের পত্রবিন্যাসের ফাঁকে ...
এর কোনও সুর
হঠাৎ তোমাকে খুব একা করে দেবে
এবং তখন
অচেনা শহরে মহা হট্টোগোল-ভিড়ের ভেতর
মানুষ যেভাবে একা, নিজেকে নিঃসঙ্গ
ভেবে, অসহায় বোধ করে ; তুমিও তেমনভাবে
কেঁদে উঠবে, মুগ্ধতার আচমকা-বিস্ময়ে ___ আর
মনে হবে, আজীবন থেকে যাই
এই নিঃস্ব ধুলার ভিতরে, একা ___
সেই স্নিগ্ধ সুরের সন্ধানলোভে
তুমি কিন্ত্ত ব্যাকুল হয়ো না !
এই গান কোনওদিন বান্ধে নাই কেউ ; এর
কোনও কবিয়াল, সুরকার নেই ;
শুধু মনে রেখো,
এর মধ্যে শ্রীরূপার রূপ-রস-গন্ধ-স্পর্শ-স্বপ্ন মেখে আছে ...
( আফসানা শারমিন কচি : জন্ম- যশোর শহরের খালধার পাড়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ; ২৪ তম বিসিএস কোয়ালিফাই করে সরকারী চাকুরিতে যোগ দিয়েছিলেন, প্রথম ও শেষ কর্মস্থল মেহেরপুর সরকারী মহিলা কলেজ ; ব্যাক-পেইন এ আক্রান্ত হন এবং কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন ; ৩০ সেপ্টেম্বর, ২০০৬ সালে। তার এই আকস্মিক মৃত্যু যতোটাই বিস্ময়কর, ততোটাই মর্মান্তিক ... তার আত্মার শান্তি কামনা করি ... )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।