আমাদের কথা খুঁজে নিন

   

বাফড়ার পোস্টে দেওয়া কৌতুকটা!

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এক ধার্মিক মহিলা একা এক বাসায় থাকে। পাশে থাকেন এক নাস্তিক। মহিলা প্রতিদিন নিয়ম করে উচ্চস্বরে ঈশ্বরের প্রার্থনা করে। এতে নাস্তিক খুবই বিরক্ত। সে মাঝে গিয়ে মহিলাকে বুঝায় - "জানো না, ঈশ্বর বলতে কেউ নেই।

অযথা সময় নষ্ট করো কেন?" ভদ্রমহিলা সেই দিন আরো বেশী করে প্রার্থনা করে। একদিন প্রচুর তুষারপাত হচ্ছে। ভদ্রমহিলার পক্ষে হেটে গিয়ে গ্রেসারী করা সম্ভব নয়। তাই সে সকাল থেকেই ঈশ্বরের প্রার্থনা শুরু করো উচ্চস্বরে। "হে ঈশ্বর, তুমি আমাকে তো না খাইয়ে রাখবে না।

তুমি নিম্চয় আমার জন্যে গ্রোসারীর একটা ব্যবস্থা করে দেবে। " এই প্রার্থনা শুনে নাস্তিক মহাশয় ভাবলো - এইটাইতো মওকা। সে সুপারমার্কেট থেকে গ্রোসারী করে মহিলার দরজায় রেখে কলিংবেল টিপে দ্রুত পাশের ঝোপে লুকিয়ে পড়লো। মহিলা দরজা খুলে গ্রোসারী দেখে সেখানেই বসে প্রার্থনা শুরু করলো। তখন নাস্তিক দ্রুক বেড়িয়ে এসে বললো, নির্বোধ মহিলা, ঈশ্বর গ্রোসারী করেনি, করেছি আমি।

বুঝলাতো, ঈশ্বর বলতে কিছু নেই। " এই কথা শুনে মহিলা এক দৌড়ে সদর রাস্তায় চলে এলো। দু্ই হাত উপরে উঠিয়ে প্রার্থনা শুরু করলো - "হে ঈশ্বর, তুমি কতো মহান আমি জানি, কিন্তু তুমি এতো ক্ষমতাবান জানতাম না। তুমি শেষ পর্যন্ত একটা নাস্তিকের টাকা দিয়ে গ্রোসারী করিয়ে আমার বাসায় বহন করিয়েছো। আমি চিরকৃতজ্ঞ।

" (ইন্টারনেট থেকে নিয়ে একটু পরিবর্তন করা হয়েছে) - বাফড়া, পোস্টটা মনে হয় সরিয়ে নিয়েছেন। আমার কমেন্টে কোন অস্বস্থি তৈরী হয়ে থাকলে দু:খিত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.