আমাদের কথা খুঁজে নিন

   

বেতিক্রমী প্রতিবাদ www.ettadi.blogspot.com



দেখবেন একবার ছবিটা? মাঝে মধ্যে খবরের কাগজে পড়ে থাকি বিভিন্ন দেশে নানান বিষয়ে নানান ধরণের প্রতিবাদ। গাছ কাটার বিরোদ্ধে পাতার পোশাক পড়ে প্রতিবাদ, জীব বৈচিত্র নষ্টের বিরোদ্ধে খাঁচার ভিতর বসে থেকে প্রতিবাদ ইত্যাদি। কিন্তু আদালতে আইনের মারপেচের বিরোদ্ধে প্রতিবাদ ! সর্বকালের নৃশংস প্রতিবাদ । আমার মনেহয় পৃথীবির ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ব্যর্থতার বিরোদ্ধে ভয়াবহ প্রতিবাদ এটিই। কারো কারো হৃদয় বিদারক।

সম্ভবত ১২/১৩ -১০- ২০০৮ তারিখে হবে, যুগান্তরে ফটো সহ প্রকাশিত হল খবরটি। একজন আসামি তার মামলার ধনাত্নক/ ঋনাত্নত যেকোন প্রকার ফলাফলের জন্য চার বছর অপেক্ষার পর এই হেনস্তা থেকে পরিবার এবং নিজেকে মুক্তি দিতে আদালতের কাঠগড়ায় তার গলায় ব্লেড চালিয়ে দিল। পাঠক বলতে পারেন কার বিরোদ্ধে এ প্রতিবাদ ? আইনের বিরোদ্ধে। সে একজন আসামী হয়ে বিচারকদের চোখে টুনকা দিয়ে দেখিয়ে দিল আমাদের আইনি কাঠামো কত দুর্বল। প্রীয় আমার বাংলাদেশ- এখনোকি সময় আসেনি নিজের পায়ে দাড়াবার ? আমাদের সময় না হলেও সে কিন্তু পেড়েছে।

সে নিজের পায়েই হেটেছে। তার কিন্তু ক্রেচার লাগেনি। বোধকরি সে সুযোগও হয়নি। কিন্তু কেও কেও পড়েগেলেও কিন্তু অনেক কিছু হয়। আমরা ভূলেযাই আইন সবার জন্য সমান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.