আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
মগবাজারের খোয়ারের দরজা খুলে পালে পালে ছাগলের আগমনে ব্লগ আজ দিশেহারা। ম্যা ম্যা শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ছোট ছাগল, বড় ছাগল, নতুন ছাগল, মাসোহারা পাওয়া ছাগল, সবাই আজ ছুটে এসেছে।
ভাষ্কর্য সরানোর প্রতিবাদে মানুষ যখন উচ্চকিত, ছাগলের দল তখন অতর্কিতে ঝাপিয়ে পরেছে। মাইনাসের বন্যা বয়ে যাচ্ছে প্রতিবাদী লেখা গুলোতে।
জামাতী ছাগলের খোয়ার বন্ধ করে ব্লগ থেকে ম্যাৎকার অপসারনের জন্য জামাতি শুয়োর নেতাদের কাছে অনুরোধ জানাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।