নিজেকে হারিয়ে খুঁজি
কাছের মানুষ দ্বীপ বানিয়ে দোহের ভূবন ছেড়ে
চেনা ঘরেই অচিন ছায়ার দেয়াল উঠে বেড়ে।
সাফাই নাহয় নিজের কাছে নিজের মতোই দেই-
আমি তো রই আগের মতো - বদলে গেছে সে'ই।
ফিরে যাওয়ার ব্যাকুলতায় শেষ বিকেলের ছায়া
ভুলবি কিরে পুলক আবেশ স্মৃতির শেকল মায়া।
তোর চাওয়াতেই পেতাম যদি রোদ ঝিলিকের সুখ,
নীলকন্ঠি বিষের স্বাদে জ্বললে জ্বলুক বুক!
সুখ স্মৃতিরা বার্তা আনে রাতজাগা এই ভোরে
ভোলা তো হায়- হয়নি আমার, ভালোবাসার তোরে।
আকাশ পানে চাইনা আমি যখন তোকে খুঁজি
মনের ভেতর অশ্রু সজল তোরই আঁকা উকি।
ক্লান্ত পথিক পথেই থাকে - ঘরই পথের ছায়ায়
ভালোবাসার বাঁধন ছিড়ে - পালানো কি যায়?
দুপথ না হয় দুদিক গেছে- পথিক না হয় একা
আঁখি হয়েই থাকিস নাহয় -নাইবা হলো দেখা।
দেখতে যদি চাস কখনো- তখন আমায় ডাকিস
বাঁধ ভাঙা ঢেউ, হয়তো জোয়ার- যায় যেখানেই থাকিস।
একফোঁটা আঁখিজল
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।