আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের নাম -আনারসের ফুল

রাজা

এটার বাংলায় নামঃ আনারস অন্যান্য স্থানীয় নামঃ Pineapple,Anannas ,Ananus, Bahunetraphalam, Anamnasam বৈজ্ঞানিক নামঃ Scientific classification Kingdom: Plantae (unranked): Angiosperms (unranked): Monocots (unranked): Commelinids Order: Poales Family: Bromeliaceae Subfamily: Bromelioideae Genus: Ananas Species: A. comosus Binomial name : Ananas comosus (L.) Merr. Synonyms Ananas sativus আনারস একটি রসালো ফল আনারসের পাতা ও ফল ওষুধিরূপে ব্যবহৃত হয়।আনারস শরীরের ক্লান্তি দূর করার সাথে পেটের অসুখেও খুবই উপকারী।প্রস্রাবের রোগে আনারস বেশ কার্যকর।আনারসের রসের সাথে চিনি মিশিয়ে খেলে হিক্কা উঠা ও কাশি কমে যায়।আনারসের পাতার কচি সাদা অংশ এক/দুই চামচ রস কয়েকদিন খেলে ক্রিমির উপদ্রব কমে যাবে।আনারসের রস লবণ ও গোলমরিচের সাথে মিশিয়ে খেলে পেট ফাঁপা কমে যাবে। - আশফাকুর রহমান (ব্লগার সামইন) নেট থাইক্যা রিমিক্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।