আমাদের কথা খুঁজে নিন

   

অহমিকার কথা আসে কোন্ যুক্তিতে?

swblog2008 [এট] gmail.com

"রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM" শিরোনামের একটি পোস্ট দিয়েছেন সবাক নামে এক ব্লগার। কিন্তু সেখানে দেওয়া মন্তব্য তিনি মডারেশন করছেন এবং প্রকাশ করছেন না। তাই মন্তব্যটি এখানে তুলে রাখলাম- লোকালটক কোনোভাবেই এ-টিমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, এখনো নয়। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন 'ফিরে দেখা ৭১'-এর লেখকদের প্রায় সবাই ছিলেন সাধারণ ব্লগার। আমার খুব কাছের সহকর্মী এবং বন্ধুরা রীতিমতো অনুনয় করে বলেছিলেন, ই-সংকলনে নিজের আসল নামটি দিতে। শেষ পর্যন্ত 'ফিরে দেখা ৭১' যে মান অর্জন করেছিল সকলের সহযোগিতায়, তাতে সম্পাদক ও প্রকাশক হিসেবে নাম না দেওয়াটাই বরং বোকামি ছিল। কিন্তু লোকালটক নাম চায়নি, সে ছদ্ম পরিচয়েই থাকতে চেয়েছে। এমনকি এই সংকলন যদি বই আকারেও বের হয়, তখনও নাম যাবে না। সুতরাং অহমিকার কথা আসে কোন্ যুক্তিতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.