আমাদের কথা খুঁজে নিন

   

আশ্চর্য-পতন

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

বেশ কয়েক বছর আগে বুদ্ধদেব গুহের বাবলী নামের এক গল্প বইয়েতে আশ্চর্য-পতন শব্দটা পড়ে হেসেছিলাম আর ভেবেছি এমন পতন নিশ্চয় আমার বেলায় ঘটবেনা। আমরা যা ভাবি তা কি সব সময় হয়??? ১.পিচ্চি বান্ধবী ২টা হিল(জুতো) পরে। ওদের দেখে আমার ও মন চাইলো। ওরা সানন্দে আমার ইচ্ছাটাকে নাকচ করে দিয়ে রায় দিলো--হিল পরলে নাকি আমাকে উটের মতো লাগবে। মাইন্ড করে ঈদের কয়েকদিন আগে হিল কিনে ফেললাম।

রোজার সময় বাস পাবো না, দেরী হবে ভেবে দৌড়ের উপর ছিলাম। ওভার-ব্রীজ থেকে তাড়াহুড়ো করে নামছি। নামার সময় কি যে হলো ...ধপাস...শব্দ শুনলাম। এরপর দেখি একদম নীচে পড়ে আছি। রিক্সায় উঠার সময় দেখি এক পায়ের হিল আছে তো অন্যটার নাই।

বান্ধবীরা দেখতে এসে এমন ভাবে হাসাহাসি করলো আমি মরে গেলে ও বোধহয় ওরা এভাবেই হাসতো। তাই ওদের কে ডায়লগ দিলাম--"তোমাদের মতন এমন দোস্ত থাকলে জীবনে আর দুশমনের অভাব অনুভব করবো না"। ২.সেদিন সাইবার-ক্যাফে থেকে বের হওয়ার পর দেখি সন্ধ্যা হ্য়ে গেছে আবার এলাকায় লোড-শেডিং চলছে। রিক্সা পাবো কিনা ভেবে যেই না পা বাড়ালাম আবারো...ধপাস...। ব্যাপারটা এইরকম সিঁড়ির ১ম ধাপে দাড়িয়ে ২য় ধাপে পা না দিয়ে ৩য় ধাপে পা রেখে নামতে গিয়েই এমন আশ্চর্য-পতন।

বান্ধবীদের বেইমানির কারণে পরিচিতরা অনেকেই জানে ঘটনা গুলো। বেকুব, হাদারাম,রামছাগল(জেন্ডারের ভুল) তো বলেই সাথে সাথে বিনামূল্যে উপদেশ দেয়--ভাতে যখন কাজ হ্য় না,ঘাস খাও। ঘাসে ভিটামিন আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.