আমাদের কথা খুঁজে নিন

   

Vantage Point - মাই লেইট নাইট ম্যুভি

তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি

মাত্র কিছুক্ষণ আগে একটা ম্যুভি দেখে শেষ করলাম। নাম Vantage Point। সম্প্রতি (২০০৮) মুক্তি পাওয়া একটি ছবি। কাহিনীটা অনেকটা এরকমঃ একটা সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পেনে এসেছেন। তাকে নিরাপত্তা দেবার জন্য যে দলটি নিয়োজিত তার অন্যতম দুজন সদস্য হলোঃ থমাস বার্ন্স এবং কেন্ট টেলর।

এদের মধ্যে বার্ন্স আবার কিছুদিন আগে প্রেসিডেন্টকে একবার আততায়ীর গুলি থেকে বাঁচিয়েছিলো। তাই এবারের মিশনটাও তার জন্য একটা চ্যলেঞ্জ এর মত হয়ে দাঁড়ায়। প্রেসিডেন্টের ভাষণ উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরো ঘটে যায় অঘটন। প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হন, সভাস্থলে বোমা বিস্ফোরণ ঘটে।

এরপর শুরু হয় আসল উত্তেজনা। সময়কে পিছিয়ে নেয়া হয় ২৩ মিনিট। ঘড়িতে তখন ১১টা ৫৯ মিনিট ৫৭ সেকেন্ড। বার্ন্স এর হোটেল কামরা। কেন্ট এসে তাকে খবর দেয় যে প্রেসিডেন্টকে নিয়ে সভার উদ্দেশ্যে রওনা করার সময় হয়েছে।

তারপর ক্যামেরা আস্তে আস্তে বার্ন্সের চোখ দিয়ে সরে যেতে থাকে বিস্ফোরণের মুহুর্তের দিকে। ঘটে বিস্ফোরণ। ঘটনার পর টেলিভিশন ভ্যানের ভেতর ক্যামেরায় বার্ন্সের দৃষ্টিতে ধরা পড়ে একটা কিছু। ঠিক এসময় আবারো সমস্ত ঘটনা পিছিয়ে নিয়ে আসা হয়। আবারো সময় ১১টা ৫৯ মিনিট ৫৭ সেকেন্ড।

ছবির অন্য একজন চরিত্রের চোখ দিয়ে ক্যামেরা রোল করতে থাকে। এভাবে একে একে কয়েকজনের চোখ দিয়ে পুরো ঘটনা দেখানো হয় কয়েকবার। একটা হত্যাকান্ডের ষড়জন্ত্রের পাজল থেকে ধীরে ধীরে এক একটা অংশ দর্শকের সামনে তুলে ধরা হয়। আবারো ক্যামেরা ফিরে যায় এজেন্ট বার্ন্সের চোখে। শুরু হয় পাজল মেলানোর এক উত্তেজনাকর লড়াই।

অনেকে হয়তো ছবিটি দেখতে চাইবেন। তাই বাদবাকি অংশের রহস্যের জট ছাড়ালাম না। মোটামুটি ১ ঘন্টা ২০ মিনিটের মত ছবির দৈর্ঘ্য। আমার কাছে মেকিং টা খুব ভালো লেগেছে। রদ্ধশ্বাসে দেখার মত একটা ছবি মনে হয়েছে।

সময়টা ভালো কাটবে আশা করা যায় নির্দ্বিধায়। ছবিটার আইএমডিবি রেটিং ৬.৭। এজেন্ট বার্ন্সের চরিত্রটিতে আছেন Dennis Quaid। (আমি কখনো ম্যুভি রিভিউ লিখিনি। তবে এটা দেখে হঠাৎ খুব লিখতে ইচ্ছে হলো।

তাই ঝোঁকের বশে লিখে ফেলা। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.