আমাদের কথা খুঁজে নিন

   

আজ শহীদ জেহাদ দিবস পালিত



আজ শহীদ জেহাদ দিবস পালিতঃ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম শহীদ নাজির উদ্দিন জেহাদের ১৮তম শহীদ দিবস আজ। ১৯৯০ সালের এই দিন অবরোধ চলাকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নবগ্রামে। দিবসটি পালন উপলক্ষ্যে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজ সকালে দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শহীদ জেহাদ স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছে। বিকাল ৪টায় ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শহীদ জেহাদ স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ আমিরুজ্জামান এ উপলক্ষ্যে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসে শহীদ জেহাদ আমাদের প্রেরণা। স্বৈরশাসন বিরোধী গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে অকুতোভয় এই ছাত্রনেতা আত্মাহুতি দিয়েছিলেন। তিনি বলেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল হলেই আমরা জেহাদসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী মহান শহীদদের প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো। জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের মৌলিক মানবিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।