তোমাকে অমর করার জন্য
জলশূণ্য হলে
শূণ্য এই মাটির পাত্রটাও দিয়ে যাবো।
বৃষ্টি, ঝরণা,
নদী, সাগর, মহাসাগর
চর, কূল
রক্ত, রক্তের শিরা, উপশিরা
চন্দ্র, সূর্য
সৃষ্টি, আবিস্কার
বিপ্লব, যুদ্ধ, মহাযুদ্ধ,
ইতিহাস
হ্যাঁ-আমি সবকিছুই দিয়ে যাবো
শুধু তোমাকে অমর করার জন্যে হে ভালোবাসা
বদলাও দিন
বদলাও দিন, অতিক্রম করো এই অন্ধকার
এখানে আকাশ বৃষ্টি ঝরাক মাটি ফলাক ফসল
শহরে, বন্দরে, মাঠে, ঘাটে. ঝরুক সুখ
পশু আর মানুষে ব্যবধান আবার আসুক।
মানুষের চোখ খুঁজুক মানুষ
অত্যাচারী আর খূনি নয়
প্রেমিক, হৃদয়বানরাই করুক বিজয় আর আনন্দ উৎসব।
অনলের খাদ্য নয়, চাষীর গোলায় উঠুক সোনালী ফসল।
সভ্যতা আর মানবতার উলঙ্গ অঙ্গে পরাও বসন।
ঘৃণায় নয় পূণ্যে খুঁজো ভালোবাসায়
ভালোবাসায় খোঁজো প্রিয় ইশ্বর
বাহারি পোশাকে নয়, সজ্জিত করো শরীর নিষ্পাপ চরিত্রে
বদলাও দিন অতিক্রম করো এই আঁধার
সংগ্রামী চরণে আগামীর আলোকিত পথ করো আবিস্কার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।