সুখীমানুষ
বৃষ্টি, অঝর বৃষ্টি দোহাই তোমার থেমে যাও
মাঝি, ও মাঝি আর বাইয়ো না তোমার নাও।।
চাঁদ, ঝলসানো চাঁদ থামাও মায়াবী হাসি খানা
পাখী, ও মাঝ রাতের পাখী ঝাপটায়োনা ডানা।।
ময়ূর পেখম খানা তোমার চিরতরে গুটাও। ঐ
সুন্দর, আহারে সুন্দর ভর করোনা আমার চোখে
কষ্ট, ও কষ্ট অনেক কষ্ট গেছে জমে এই বুকে।।
মায়াহীন ভালোবাসাহীন ব্যাস্ত পৃথিবী আমায় দাও।ঐ
৬-১০-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।